যুদ্ধখণ্ড ミ>a তদুদ্যোগ না কুরিয়া কেবল ইতস্তত ভ্রমণ ও দেশবিপ্লব করণে অভিনিৰিষ্ট হইয়া বদিওয়াল স্থানে প্রধান শিবির স্থাপন করত কাল যাপন করিতে লাগিলেন। ফিরোজমাও য়ালা স্থানে যুদ্ধ সমাধার পর ক্রযুত গবরন্থর জেনরল বাহাদুর ও ঐযুত প্রধান সৈন্যাধ্যক্ষ সারে লুধিয়ানার প্রতিকূল সরাদার রণজোর সিংহের আগমন বৰ্ত্ত জ্ঞাত হইয়। ১৭ জানু আরি ত্রযুত সর হেরি স্মিথ সাহেবকে অমৃন যটু সহস্র সৈন্য সহিত লুধিয়ানা রক্ষার্থ প্রেরণ করিলেন, উক্ত সাহেব আগ । মন কালে পথিমধ্যে শীক দিগের ধৰ্ম্মকোট নামক দুর্গাধিকার পূৰ্ব্বক তদুর্গ রক্ষক কিয়ৎ সস্থ্যক আফগানীয় সৈন্যকে ধৃত করত লুধিয়ানায় যাত্রা করিলেন, ২০ জানুআরি দিব দুই প্রহরের সময় তিনি সসৈনে বদি ওয়াল স্থানের নিকট উপস্থিত হইলে রণজোর সিংহ শীক সৈন্য দ্বার। তাহার গত্যবরোধ · করিয়া পথিশ্রান্ত প্রতি নিদয়ত ৰূপে গুলিক্ষেপ করাতে ক্ষণকাল যুদ্ধে বৃটিম সৈন্য ছিন্ন ভিন্ন হুইয়া যায় ইহাতে সাহেব নিরুপায় হইয় প্রাণ রক্ষার্থপরাক্তয় স্বীকার করিয়া যুদ্ধ বিরাম করণীয় পতাকা উঠাইয়াদেন তদর্শনে উক্ত অধ্যক্ষ বিপক্ষ সেনার, সংহার না করিয়া কতিপয় বটিস অফিসরকে ধৃত করত তোপ চতুষ্টয় এবং সৈন্যগণের দ্রব্যাদিলুণ্ঠনপূৰ্ব্বক ধদিওয়ালার দুগে 嘯 চলিয়াযানু, এইযুদ্ধে প্রায় চtরিশত বৃটিস সৈন্য নিহত ও আইত ६३? কিন্তু উক্ত
পাতা:পঞ্জাবেতিহাস.djvu/২৩২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।