পাতা:পঞ্জাবেতিহাস.djvu/২৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- যুদ্ধখণ্ড ९९७ ইংরাজ গোলন্দাজ অাছে এতদুভয়ে পূৰ্ব্বে বৃটিস সৈন্যমধে নিযুক্ত ছিল তাঁহারাই গুলিক্ষেপ বিদ্যা শাকগণকে শিখাই রাছে । তদনন্তর রণজোর সিংহ ফলেীয়ের দুর্গে উপস্থিত হইয়া লাহোর দরবারে অর্থ ও তোপান্ধি যুদ্ধদ্রব্য তন্নিকট প্রেরণার্থে পত্র লেখেন কিন্তু দরবার হইতে ঘৃণার সহিত তাহার প্রতি এই উত্তর প্রদত্ত হয় যে তিনি যেসকল তোপ হারাইয়াছেন তাহাই উদ্ধার করিয়া আনয়ন করুন তাহার বীরত্বে বিশ্বাস করিয়া অন্যতোপ তন্নিকট প্রেবিত হইবেন, এতদবধি শাক জাতির ভয় হইতে লুধিয়ান ও অন্যান্য স্থানীয় লোকের বিমুক্তহয়। ইতি পঞ্জাবেতিহাসে যুদ্ধখণ্ডে তৃতীয় পরিচ্ছেদঃ to সমাপ্তঃ । ė সবরাউনের যুদ্ধবিররণ । পূৰ্ব্বে উক্তহইয়াছে যে ফিরোজগার যুদ্ধে বৃটিস সৈন্য কতৃক চিরগৰ্ব্বিত খলসা সৈন্যেরা নিজ্জিত অপমানিত ও পলায়িত হইয়া শতদ্র পরপারে উপস্থিত হয় ও রাজ; গোলাব সিংহের সহায়ত জন্য ব্যৱস্নার পত্রপাঠাইয়া দেয়, তদনসারে উক্ত রাজা তাহারদিগের প্রত্যয়ার্থ প্রথমে 27 আর্গীয় ও আহৰোপযোগি” দ্রব্যাদি প্রেরণ পুরঃসর বহুসহস্র সৈন্য সংহতি লইয়া স্বকীয় আগমনের অগ্রবৰ্ত্তি বাৰ্বপ্রদান *エfさs