পাতা:পঞ্জাবেতিহাস.djvu/২৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২ পঞ্জাব রাজ্যের ইতিহাস । তাহারদিগের উৎসাহ বৰ্দ্ধন করাতে তাহারা ঐ রাজার প্রতা রণা ৰূপ আসামাদকে মুগ্ধহইয়া পুনৰ্ব্বার শতদ্রু পরপারে আক্রমণ, করণাভিলাষে হরিকী পত্তনের নিকটে নেকাদ্বার। সেতুবন্ধ করিতে প্রবৃত্ত इब्र এবং পূৰ্ব্বযুদ্ধে অনাগত যে সকল সুশিক্ষিত সৈন্যেরা লাহোরে অমৃতসর নগরে এবং অন্যান্য স্থানে অবস্থিত ছিল তাহারা আসিয়া ঐ স্থানে মিলিত হইল, বৃটিস সৈন্যেরা তাহাত্বদিগের সেতু ভঙ্গ মাকরিতে পারে এইবিবেচনায় সেতুর সন্নিহিত শতদ্রুর দক্ষিণ তীরে দৃঢ়তর ৰূপে তোপস্থাপন করিল এবং শীকজাতির পৈতৃক বৃত্তি দিগ্‌দাহ গ্রাম লুণ্ঠন ও আকস্মিকৰূপে রাত্রিকালে বিপক্ষের শিৱিরাক্রমণ আহারীয় ও যুদ্ধদ্রব্য হরণাদি ভয়ঙ্কর কৰ্ম্মে হস্তক্ষেপ করিলন, हेहीzउ লুধিয়ান অবধি ফিরোজপুর পর্যন্ত স্থানমধ্যে বৃটিস সৈন্যগণ ও প্রজাবৃন্দ নিঃশঙ্কহুইয়া গমনাগমনে সমর্থ হইল,মুদকীর যুদ্ধে অপরিমিত বৃটি সৈন্য সেনাপতি বিনষ্ট, হওয়াতে ষে সকল দক্ষিণ পঞ্জাবের রাজার বৃটিস গবর্ণমেণ্টের সহায়তা করিয়াছিলেন পুনৰ্ব্বার তাহারদিগের হুদয়ে ভয়ের উদয়ে মন দোলায়মান इ३८उ লাগিল, কেহ২ গোপনোপায়ে শীক জাতির সহিত সন্ধিযুক্ত হইয়াছিল, পাটিয়ালার রাজা করম সিংহ বৃটিস পক্ষের আনুকূল্য করণ কালে তাহার శీతా মিত্রীমাত্যগণ উহাকে নিষেধ করিয়াছিল পরে মুদকীর যুদ্ধে বৃটিশ সৈন্যের