পাতা:পঞ্জাবেতিহাস.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজ্যখণ্ড । તેના সিংহের অধিকার কালে ঐ নগরে প্রজার পুনৰ্ব্বার বাস করিয়াছে । এই অন্তবেদের মধ্যে প্রধান নগর জলন্দর তাছা অমৃতসর নগর হইতে ২৬ ক্রোশান্তর, দ্বিতীয় নগর রাহন ও তৃতীয় নগর ভুটি। এই দৈশের ভমির উর্বরত্ব প্রযুক্ত নানা শস্যোৎপত্তি হয়। দোয়াব বাড়ী । ঐরাবতী ও ব্যাস গঙ্গানদীর মধ্য দেশের নাম দোয়াব বাড়ী ঐ দেশ মুঞ্জ সিংহ নামে বিখ্যাত। ১৭৫২ সালে আবল ফজল ফৈজি ঐ রাজ্যমধ্যে ৫২ পরগনা #৫৮-০২ বিঘা ভূমি থাকার বিৰরণ লিথিয়াছেন ঐ দেশের এক সীমান্তে ঐরাবতী ও অপর সীমা শেষে ব্যায় গঙ্গা শতদ্রু নদীতে, যোগ হইয়া চলিয়া গিয়াছে, এতদেশের অন্তঃপাতি অমৃতসর, লাহোর, কশোর ও ভৈঃরাবাল নগর চতুষ্টয় এবং অন্য২ গণ্ড গ্রাম আছে, ইংরাজী ১৮০৬ সালে ঐ রাজ্য রাজা রণজিৎ সিংহের ও আলুওয়াল ফতে সিংহের ও রামগড়ের যোধ সিংহের অধি কার ভুক্ত ছিল কিন্তু ঐ রণজিৎ সিংহের অদৃষ্ট কুসুম প্রফুল্প হুইয়া সমগ্র দেশ তাহারি করাধীন হয়, উক্ত দুই, রাজ তাহার পরাক্রমের আয়ত্ত হইয়া কর দান করিতে লাগি লেন। তদেশের ভূমি শস্য প্রদ বটে কিন্তু জলন্ধর দেয়াবের