সন্ধিখণ্ড । १४> লাহোর রাজ্যের সহিত বুটিস গবর্ণমেণ্টের সন্ধি । ১৮৭৯ সালে বৃটিল গবৰ্ণমেণ্টের সহিত মৃত রাজা রণজিৎ সিংহের মিত্রতা ও প্রণয় বিষয়ে যে সন্ধি স্থাপিত হয় তাঙ্ক শীক সৈন্যেরা গত ডিসেম্বর মাসে বৃটি সাধিকার আক্রমণ দ্বার। ভঙ্গ করতে লাহোর গবর্ণমেণ্টের শতদ্রু পরপারে যে রাজ্য ছিল তাহ ১৩ ডিসেম্বরের घपमा পত্র প্রচার পর্বক বৃটিস গবর্ণমেণ্ট স্বরাজ্য ভূক্ত করিয়া লন, তাহার পর পরস্পর উভয় সৈন্যে বারম্বার যুদ্ধ হুইয়া শেষ বৃটুিস সৈন্যেরা লাহোরাধি কার করাতে এতদুভয় রাজ্যে বিশেষ২ নিয়মে সন্ধি স্থাপন কর্তব্য হইল, ইহাতে ইষ্ট ইণ্ডিয়া কোম্পানি ৰাহুদুরের সহিত ও মহারাজা দিলিপ সিংহ বাহাদুরের ও তাহার পুত্ৰাদি উত্তরাধিকারি গণের সুহিত বৃটিস গবৰ্ণমেণ্টের পক্ষে শ্ৰীমতী মহারাণীর মহামানু্য প্রবিকেন্সেল গবরনর জেনরল অর্থাৎ কোম্পানি বাহাদুরের নিযে়াজিত ভারতবর্ষের সর্বুধ্যক্ষুত্রযুক্ত সর হেনিরি হার্ডিঞ্জ বাহাদুরের দ্বারা ক্ষমতা প্রাপ্ত ঐযুত ফ্রিডিরিক করি সাহেব ও রাবট মেজর হেনিরি "মণ্টগোমরি লারেন্স সাহেব ও মহারাজু দলিপ সিংঙ্কের পক্ষে রাজকীয় ক্ষমতানুসারে সরদার ভাইরাম সিংহ, রাজা লাল সিংহ, সর দীর রণজোর সিংহঁ মিজিতিয়া, দেওয়ান দীননাথ এবং ফকীর নুরুউদ্দিন পশ্চাল্লিখিতু সন্ধিকাৰ্য অবধারণ করলেন।
পাতা:পঞ্জাবেতিহাস.djvu/২৬৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।