পাতা:পঞ্জাবেতিহাস.djvu/২৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৫২ পঞ্জাব রাজ্যের ইতিহাস । ১ ধারা। বৃটিস গবর্ণমেণ্টের সহিত মহারাজ লিপ সিংহের ও র্তাহার উত্তরাধিকারি গণের সম্ভাব ও মিত্রত চিরস্থায়ী হইবেক । ২ ধারা মহারাজ দলিপ সিংহ স্বয়ং ও উত্তরাধিকারি গণের সহিত শতদ্রু নদীর দক্ষিণ তীরস্থ সমস্ত ভূমি সম্পত্তি পরিত্যাগ করিলেন তৎপ্রতি কিম্বা তত্রস্থ প্রজাবর্গের প্রতি তাহার কি তাহার উত্তরাধিকারিগণের কোন সম্পক ও দাওয়া থাকিবেন । ৩ ধারা। মহারাজ বিপাশা ও শতদ্র নদীর মধ্যবৰ্ত্তি দেtয়াব রাজ্য ও তন্মধ্যস্থিত मूर्श পৰ্ব্বত ও উপত্যকার স্বত্ব। ধিকার অনরৰিল কোম্পনি বাহাদুরকে চিরকালের জন্য দান করিলেন, । ও ধারা। বৃটিস গবর্ণমেণ্ট ৩ ধারার লিখিত দত্তরাজ্যের অতিরিক্ত দেড় কোটি টাকা লাহোর গবর্ণমেণ্টের স্থানে দাওয়া করেন তা হাতে ੱਤਾ। গবর্ণমণ্ট এককালে ঐ টাকা প্রদান করণে অধৰ। ক্রমশ টাকা প্রদানের উপযুক্ত প্রতিভূ দেওনে অশক্ত হইয়া এক কোটি টাকার তুল্য মূল্যে বিপাশা W3 সিন্ধুনদীর অন্তর্গত কাশ্মীর, হাজার ও পৰ্ব্বতীয় সমস্ত দেশের স্বত্বাধিকার ও আধিপত্য চিরকালের জন্য ঐযুত কোম্পানি বাহাদুরকে অর্পণ করিলেন।