>R পঞ্জাব রাজ্যের ইতিহাস। হইয়াছে এতদ্রাজ্যের বার্ষিক রাজকর অাট নয় লক্ষ মুদ্রার অধিক নহে, এই দেশীয় পৰ্ব্বতের মধ্যে বন্য"দ্রাক্ষা ও নান৷ স্বাদুক্ষর উৎপন্ন হয়, অমৃতসর হইতে ঐ নগরের গম্য পন্থা আতি मूणि বিশেষতঃ বালুকায় ও পৰ্ব্বতে ব্যাপ্ত হইয়া আছে, ঐ দেশ অরণ্য ও প্রস্তর ময়, উক্ত নগর রাবী অর্থাৎ ঐরাবতা নদীতীরে স্থাপিত এবং রাজা ধান, সিংহের দ্বারা পৰ্ব্বত শৃঙ্গে এক দুরাক্রম্য पूर्श নিৰ্ম্মিত হইয়াছে । চন্দ্রভাগ নদী তদেশ ব্যাপিয়া আগমন করিয়াছেন ও র্তাহার সহিত তদেশীয় পৰ্ব্বত জাত কঞকটা তটিনীর যোগ হইয়াছে। তদেশীয় লোকেরা কহে ঐ দেশস্থ পৰ্ব্বতে যে জন্তু বৃক্ষ আছে তাহার ফলরস ঐরাবতী নদীতে পতিত হইয়া সুবর্ণ উৎপন্ন হয়, ইহাতেই তদৃক্ষের নামানুৰূপ দেশের নাম জন্তু দেশ হইয়াছে ঐ দেশ মধ্যে চন্দ্রভাগ নদীতীরে এক বিখ্যাত প্রাচীন সূৰ্য্য মন্দির আছে । v. নাগর কোট । লাহোর রাজ্যের অন্তঃপাতি কোহি স্থানের দ্বিতীয় অংশ নাগর কোট নামে বিখ্যাত দেশ এবং দেশের नाभानूनाप्न्न রাজধানীর নাম “নাগর কোট । ঐ নগর এক উচ্চ পৰ্ব্বতে৷ পরিভাগে স্থাপিত এতৎসন্নিহিত পৰ্ব্বতে কোট কাঙ্গর নামে এক দল্লঙ্ঘ্য প্রাচীন দুর্গ গ্রথিত আছে । ঐ নগরের নিকটস্থ
পাতা:পঞ্জাবেতিহাস.djvu/২৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।