পাতা:পঞ্জাবেতিহাস.djvu/২৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬e পঞ্জাব রাজ্যের ইতিহাস । কহিলেন যে তুমি উজীরীপদ গ্রহণ করিয়া যদি অর্থ সংগ্ৰহ করিতে পারিলেন। তবে তোমার নিজুরাজ্য জম্বুদেশ অন্যকে বিক্রয় করিয়া অর্থ সংগ্ৰহ করিব, উক্ত রাজ। সেইচ্ছলে পদ ত্যাগ পূৰ্ব্বক কহিলেন যে তিনি পঞ্জাবের কাৰ্ষ্যে আর হস্ত ক্ষেপ করবেন না রাণী যাহাকে ইচ্ছা তাহাকে মন্ত্রিত্বে নিযুক্ত করিয়া ভদ্বারা কাৰ্য সাধন করুন, এতদনন্তরে রাজা গোলাব সিংহ গবরনর বাহাদুরের সন্ধিত দৃঢ়ৰূপে সংযুক্ত ङ्झे८व्लन, tüद९ ঐযুত বাহাদুর সুসময় বুঝিয়া বারম্বার টাকার জন্য রাণীকে উত্তেজনা করিতে লাগিলেন লালসিংহ মন্ত্রী হইয়। কোন উপায় করিতে পারিলেন ন৷ পরে কিস্তিবন্দি করণের প্রস্তাব করাতে ত্রযুত তাহা স্বীকার নাকরিয়া উপদেশ করি লেন যে কোহস্থান অর্থাৎ পৰ্ব্বতীয় রাজ্য কোটি মুদ্রায় বিক্রয় করত বাকি পঞ্চাশ লক্ষ মুদ্র প্রদান করুন পরিশেষে পঞ্জাব রাজ্ঞী উপায় দর্শন নাকরিয়া ঐযুতের অভীষ্টমত সন্ধি ধাৰ্য্য করিতে মন্ত্রিগণকে আজ্ঞ দিয়াছিলেন । অনন্তর শ্ৰীযুত গবরনর বাহাদুর ১: মার্চের প্রাতে স্বজনগণ ও অনেকানেক শীর্ক সরদার দিগের সহিত বৃটিশ সৈন্য সমূহের যুদ্ধশিক্ষা দর্শন, ধরত অপরাহ্লে প্রধান সেনাপতি ও পিন্ধুদেশের গবরমুর এবং अन्णनं माना সৈন্যাধ্যক্ষ দিগকে লইয়া লাহোরীয় রাজদরবারে সমাগত হইয়াছিলেন ঐ সভামধ্যে দেওয়ান দীননাথ উভয়, রাজ্যে মিত্রতা ও সন্ধি