পাতা:পঞ্জাবেতিহাস.djvu/২৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩৬ পঞ্জাব রাজ্যের ইতিহাস । তাহারদিগের কর্তৃক কাৰ্য সমাধ৷ ईहेप्ल পৃথক বন্দোবস্ত দ্বারা সীমা নির্দিষ্ট হইবে । ৩ ধার। উপরের লিখিত্তানুসারে রাজা গোলাব সিংহকে ও তাহার উত্তরাধিকারি গণকে রাজ্য প্রদত্ত হইল এই বিবে চনায় উক্ত রাজা পচাত্বরলক্ষ নানকসাহি মুদ্র বৃটিস গবর্ণ মেণ্টকে প্রতিদান করিবেন তন্মধ্যে ৫০ লক্ষ মুদ্র। সন্ধিপত্র मृज्उब्र করণ সময়ে ও অবশিষ্ট ২৫ লক্ষ আগামি ১ আকটে। ঘরে বা তৎ পূৰ্ব্বে অপর্ণ করিবেন। ৪ ধারা। মহারাজ গোলাব সিংহ বৃটিস গবর্ণমেণ্টের অভিমত ব্যতিরেকে আপন রাজ্যের সীম পরিবর্ভ করিতে পারিবেন না । ৫ ধারা । মহারাজ গোলাব সিংহেব সহিত লাহোর রাজ্যের অথবা নৈকট্য রাজ্যের কোন বিরোধ উপস্থিত হইলে বৃটিস গবর্ণমেণ্টের মধ্যস্থত। দ্বার। তাছা নিষ্পত্তি করিয়া লইবেন । ও ধার। যদিস্যাৎ বৃটিল সৈন্য কোন পৰ্ব্বতীয় রাজ্য মধ্যে অথবা তাছার রাজ্যের নিকটস্থ কোন প্রদেশে যুদ্ধার্থ প্রবিষ্ট হয় তবে তিনি কিম্ব তাহার উত্তরাধিকারির স্বসৈন্য সহিত সংযুক্ত হইবেন। ৭ ধারা। মহারাজ গোলাব সিংহ বৃটিস রাজ্যের কিম্বা ইউরোপীয় অথবা জামেরিক দেশীয় মনুষ্যকে বৃটিস গধৰ্ম্ম