২৭e পঞ্জাব রাজ্যের ইতিহাস । কুটিল গতি বশত রাণী পীড়িত হইলে লোকপবাদ হয় যে মন্ত্রির স্নেহ বীজ তাছার স্বয়স্থ হইয় গৰ্বাঙ্করোদয় হওয়াতে তাহ উৎপাটনাথ বিষাক্ত ঔষধ সেবনে অসময়ে দৈহিক। ময়ে শয্যাশায়িনী ईरैज्ञाइब ফলত ঐ কাৰ্য্য অসত্য হইলেও তাহার পূৰ্ব্ব ব্যবহারের সহিত পর কাৰ্য্যের সমন্বয় করিলে অনন্বিত হইতে পারে না, কথিত আছে মহারাজ রণজিৎ সিংহ বৃদ্ধাবস্থায় সেই লাবণ্যবতী নৃত্যু গৗত হাব ভাব কেলি কৌতুক নিপুণ রাণীকে কৌতুকচ্ছলে গ্রহণ করিয়া কিছু কাল পরে একজন সামান্য ভূত্যের সহিত তাহার ভ্রষ্টাচার প্রচার হওয়াতে মহারাজ সদসদাচার বিচার পূর্বক কদাচা রিণী জ্ঞানে পরিত্যাগ করিয়াছিলেন, মহারাজের মৃত্যু পূৰ্ব্বে মন্ত্রি ধ্যান সিংহের পোষকতায় পিত্ৰালয় গমন করত অচিরকালের ১ মধে্যু পুত্রবর্তী হুন, অনেকে কহেন দিলিপ সিংহ তাহার গৰ্বজাত নহেন, রাজ্ঞী রাজ্য লাভার্থ তাহাকে স্বপুত্র বলিয়া গ্রহণ কুরিয়াছেন। লাহোরে কলহ ও বিপ্রবধ বিবরণ। এক্ষণে রাণীর চরিত্র বর্ণনাকে উপেক্ষ করিয়া লেখনীকে ৰক্ষ্যমান বিষয়ে যোজন করা যাউক, পূৰ্ব্বে উক্ত হয় নাই যে যৎকালে বৃটিস সৈন্যেরা লাহোর দুগে প্রবিষ্ট হয় তৎকালে দেওয়ান দীননাথ প্রভৃতি অধ্যক্ষের মেজর লারেন্স সাইে
পাতা:পঞ্জাবেতিহাস.djvu/২৮৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।