পাতা:পঞ্জাবেতিহাস.djvu/২৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সন্ধিখও ২৭৩ না হইয়। একজন ব্রাক্ষণ ধৃত হইলেন এই পরম মঙ্গল কিন্তু রাজরাণী বিপ্ররক্ষার্থ সাহেবদিগকে বিপ্রের ও স্বৰূপ অর্থ প্রদান করিতে চাহেন তথাপি লারেন্স সাহেব • তাহাতে স্বীকার না হইবায় রাজা লাল সিংহ •নগর বাহিরে সেই সদোষ বিপ্রের প্রাণ দণ্ড করিতে আজ্ঞ দেন, খ্যাত অাছে প্রাণঘাতির ফাসীর দ্বারা তাঙ্কার প্রাণনাশ করিয়াছিল । মহারাজ রণজিৎ সিংহুের রাজ্য প্রাপ্তি কালাবধি যে লাহোর নগরে গোবধ ব্ৰহ্মবধ হইত্বে পারে নাই সেই নগরে রাজt লাল সিংহের অপকাল মন্ত্রিত্বে একদা গে। ব্রাহ্মণ হত্যা হয় ইহাতে নগরের ও জনপদের তাবলোক লাল সিংহের প্রতি অভিসম্পাত করিয়াছিল ফলত এই প্রাণদণ্ড ৰূপ গুরুতর শাসনে তদিনাবধি লাহোর নগরে কলহ শূন্য হয় । দুর্গ কোটকাঙ্গরার বিবাদ। শ্ৰীমন্ত্ৰী পঞ্জাবরাজ্ঞী বৃটিস গবর্ণমেণ্টের লুহিত,সন্ধি. ধাৰ্য্য করাতে নানা স্থানীয় করদায়ি ভূপতিগণের ও যবনাধ্য ক্ষের এবং মূলতান, হাজরা, বানুটঙ্ক, পেশোরার, কাশ্মীর প্রভৃতি দেশ রক্ষকগণ ও সেন্টনীর সক্রোধ হইয়া পরস্পর স্বাধীন হওনের যত্ন করিতে লাগিল ঐ সময়ে দুর্গ কোট কাঙ্গ রার অধ্যক্ষ गर्त्रान्यूह्म সিংহ অবাধ্য হইয়া যুদ্ধোপযোগি -সৈন্য সামগ্ৰী সংগ্রহ পূৰ্ব্বক প্রস্তুত করিতে থাকিলেন, এমত • কণ ক