২৭৮ পঞ্জাব রাজ্যের ইত্তিছাস । উপস্থিত হইয়া বিবেচনা করিলেন যে যদি তাহার আগমনে দুর্গস্থ সৈন্যেরা বাধ্যত স্বীকার পূর্বক স্থাপত্যাগ করিয়া যায় তবে যুদ্ধ দ্বারা উভয় পক্ষীয় মনুষ্যের প্রাণ নাশের প্রয়ে জন কি,বিশেষত f দর্শনে অজেয় জ্ঞানে বিশ্বাপন্ন হইয়। সমভিব্যাহারি দিগকে বারম্বার কহিয়াছিলেন যে যদি শীক জাতির কাঙ্গর। কমলগড় গোবিন্দগড় ও অমৃতসর প্রভৃতি দুৰাক্ৰম দুর্গাশ্রয় করিয়া যুদ্ধ করিত তবে পঞ্জাবাধিকার করা অসাধ্য হইত কেবল ইহার কাল প্রবাহে নিমগ্ন হইয়। বুদ্ধদোষে প্রান্তর যুদ্ধে বিনষ্ট হইয়াছে। এভদনন্তরে উক্ত সাহেব দুর্গ দশনার্থ তন্নিকটস্থ হইব। মাত্র বিপক্ষেরা তাহার দর্শনে ভয়ঙ্কর শব্দে এক গোল। নিঃক্ষেপ করিলেক কিন্তু সাহেবের সৌভাগ্য ক্রমে ঐ গোলা তাহার সন্নিকৃষ্টে পতিত হইয় গিরিশক্ষ ভঙ্গ করিলেক তদর্শনে তিনি পল ইয়। রক্ষা পাইলেন, ইতঃপূৰ্ব্বে অগ্ৰগামি সৈন্যেরা উক্ত সাহেবের অনুপস্থিতি সময়ে একবার.দুর্গাক্রমণ করত পর ভূত হইয়া আইসে পরে বহুকষ্টে নানাস্থান হইতে বৃটিম সৈন্যগণ গুরুতর রৌদ্রাতপে তাপিত হইয়। উক্তস্থানে উপস্থিত হয় যদি বুদ্ধি পূৰ্ব্বক অগ্ৰগামি সৈন্যরা ও লাহোরীয় কাৰ্য্য কারিরা মলকরার দুর্গ ও কাঙ্গা নগর অধিকার পূৰ্ব্বক বাস স্থল ও খাদ্য সংগ্রহ না করিত তবে বৃটিস-সৈন্যেরা ঐ স্থানে যুদ্ধার্থ অগ্রসর ও স্থিরতর হইতে পারিতন৷ তথাপি ঐ কালে
পাতা:পঞ্জাবেতিহাস.djvu/২৯৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।