পাতা:পঞ্জাবেতিহাস.djvu/২৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সন্ধিখণ্ড ২৭৯ পীড়াক্রান্ত বহুল সৈন্য ক্লালগ্রস্ত হয়, ঐ সময়ে ২০ মে বাসরে লুধিয়ানায় আকস্মিক প্রচণ্ড ಗ পরাক্রমে শিবির ভঙ্গ হইয়া ২১ জন ইউরোপীয় স্ত্রী বালক যুবক প্রাণ তু্যাগ করি য়াছিল এবং কাঙ্গরায় আগমন কালে,পথিমধ্যে বিসূচিক। ওলাউঠারোগে অনেক ব্যক্তিগতপ্রাণ হইয়াছে। * অনন্তর দুর্গাধ্যক্ষ সুন্দর সিংহ বৃটিশ সৈন্যের ও দুর্গ ভেদক ত্ত্বোপ নিচয়ের সমাগমন দর্শনে ও স্বজন গণের কারাগ্রস্ততার সংবাদ পাইয়া বিবেচনা করিল যে দুর্গ রক্ষ করিলেও পরিবার পরিত্রাণের কোন পন্থা নাই পরিশেষে প্রবল বিপক্ষেরা-দুর্গাধিকার করিয়া প্রাণ নষ্ট করিবেক, এই চিস্তা করিয়া দেওয়ান দীননাথকে ಕ್ಷf মধ্যে আহবান করাতে তিনি তৎক্ষণাৎ তন্মধ্যে গমন করিলেন ঐ সময়ে বৃটিস সৈন্যেরা যুদ্ধার্থ প্রস্তুত হইয়া পৰ্ব্বতের স্থানেই তোপ স্থাপন করিয়া নিশ্চয় করিলেক যে দশদিগের নূ্যন কালে দুর্গ ধিকার হইবেল কিন্তু বর্ষ ঋতু আগমনোমুখ যদি এসময়ে অন্য বিপক্ষ প্রত্যাগমন কালে পৰ্ব্বতীয় পৃথ রোধ করিয়া রহে তবে, বৃটিস লৈন্যের পরিত্রাণের কোন উপায় নাই, অনন্তর দেওয়ান দীননাথ দুর্গ হইতে স্মিতৰক্তে আগত হইয়া ব্যক্ত করিলেন যে দুর্গাধ্যক্ষ স্বসৈন্যে এই নিয়মে দুর্গত্যাগ করিতে স্বীকৃত হন যদি লাহোর ও বৃটিস গৰণমেণ্ট দুর্গশ্ব যাৰদীয় সৈন্যের ও সেনাপতি গণের জলন্দর ও লাহোর এবং