পাতা:পঞ্জাবেতিহাস.djvu/২৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘সন্ধিখণ্ড। ২৮৩ তাহারদিগের আগমন ও রাজ পত্র দর্শনে উক্ত গবরনর নমতা স্বীকার পূৰ্ব্বক Rన আগস্ট্রে, রাজা গোলাব সিংহের ছন্তে দূর্গাদি সহিত পুরঃসর স্বসৈন্য লইয়। লাহোরে যাত্র। করণের দিন ধাৰ্য্য কুরিলেন, এতচ্ছুবণে রাজা গোলাব সিংহের সেনা কাশ্মীর নগরের প্রান্তরে শিবির স্থাপন করত অবস্থিত হয়, ইতিমধ্যে উক্ত অধ্যক্ষ নিৰূপিত দিবসে দুর্গ, না করিয়া ৩১ আগষ্টে রাজা গোলাব সিংহের সৈন্যের উপর অনপেক্ষিত ৰূপ্নে আক্রমণ করিলেন এমন্ত উভয় সৈন্যের কিছুকাল সমযুদ্ধ হইয়া পরিশেষে * গোলাব সিংহের সৈন্য নায়ক রণক্ষেত্রে পতিত হইবায় সেনাগণ পলায়ন করিলেক । অনন্তর রাজার দ্বিতীয় সেনাপতি কিয়ৎ সংখ্যক ভগ্ন সৈন্য লইয়া এক পৰ্ব্বতীয় দুর্গে লুকাইয় থাকেন এবং अबू দেশীয় কতক সৈন্য পলায়ন পূৰ্ব্বক এক ক্ষুদ্ৰ পৰ্ব্বত আশ্রয় করিয়া.রছে, পরে পশ্চাদ্ধাবমান • কাশ্মীরীয় সৈন্যেরা তৎ পৰ্ব্বত পরিবেষ্টন করিয়া তাহারদিগের বধোদ্যম कैज्ञाटर्ड তাহারা ৰিপক্ষ হন্তে অস্ত্রাপণ পূৰ্ব্বক প্রাণ লইয়া স্বদেশ চলিয়া যায়, দ্বিতীয় সেনাপতি রিপক্ষ ৰেষ্টিত হইয়া নির হারে ব্যাকুল চিত্ত্বে বিপক্ষের শরণাপন্ন হন, এইৰূপে শেখ ইমামুদ্দীন রাজ সৈন্য নিরাকরণ করিয়া কাপ্তেন বুম সাহে ব েক ও নিকলসন সাহেবকে ধুত করথার্থী • জন অশ্বারোহি