পাতা:পঞ্জাবেতিহাস.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ぐり পঞ্জাব রাজ্যের ইতিহাস । ইং ১৮-৪ সালে ভদেশের রাজা নেপালীয় সৈন্যদিগকে দূরী করণার্থ বৃটিস গবর্ণমেণ্টের সহায়তা করিম শতদ্রুর পর পারে কিঞ্চিৎ রাজ্যলাভ করিয়াছিলেন, পঞ্চবিংশতি বর্ষ পূৰ্ব্বে কাশ্মীর ও ਚੈਂਡ দেশীয় বাণিজ্য দ্রব্য তদেশের পথে হিন্দুস্থানে আনীত হইত, উক্ত দেশ হইতে অমৃতসরের পখাপেক্ষ কলুদেশীয় পথের দ্বারা অলপ দিবসের মধ্যে দ্রব্যাদি আনিতে পারা যায়, কিন্তু লোকের গতাগতির অভাব প্রযুক্ত তৎপথ বনময় হইয়াছে। উদেশের বার্ষিক রাজকর আটলক্ষ মুদ্রার অধিক নহে। : মন্দি রাজ্য । কলুদেশের দক্ষিণাংশে - মন্দি নামক ক্ষুদ্র রাজ্যের जृतःि অতি উৎকৃষ্ট ঐ দেশে শীতোষ্ণ উভয় ঋতুর উদয় হয়, তদেশ মধ্যে এক লৌহের খনি এবং সৈন্ধব লবণের আকর আছে ভদ্বারা বার্ষিক প্রায় দেড়লক্ষ টাকা উৎপন্ন হয় এবং ভূমির বার্ষিক রাজকর তত্ত্বল্য মুদ্র। হইবে, মন্দিনগরে প্রায় এক সহস্র ঘর মনুষ্যের বাস আছে, ঐরাজ্যের দক্ষিণ সীমান্তে পৰ্ব্বতোপরি কমল গড় নামে যে দুর্গ স্থাপিত আছে তাহ বহুকালাবধি অজেয়ৰূপে বিখ্যাত । r কিসতাওয়ার দেশ । লাহোরের উত্তর পূর্বভাগে কিশতাওয়ার নামক রাজ্য কাশ্মী