পাতা:পঞ্জাবেতিহাস.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২০ পঞ্জাব রাজ্যের ইতিহাস । জালালপর। கி. ஆ_ জালালপুর নামে প্রসিদ্ধ নগর ও তদধীন দেশ জিলমৰ। বিতস্তা উঞ্জর তীরে স্থাপিত, ইং ১৮০৯ সালে ঐ স্থানীয় নদীর পরিসর ও গভীরতা জানাগিয়াছে যে তাহার প্রশস্ত্য প্রায় সপ্তবিংশতি শত ছন্ত এবং গভীরতা দশ হস্তের অনধিক, কথিত আছে ঐ নগরেরর নিকটে পরশু নামে রাজা শেকনার শাহার সচিত সাহসিক ৰূপে যুদ্ধ করিয়াছিলেন, ঐ প্রদেশে এক লোচিত পৰ্ব্বত আছে । পর্কিলিদেশ | حسیسه লাহোর রাজ্যের পশ্চিম উত্তরাংশে পকিলি নামক রাজ্য তাহার তিন দিক সিন্ধও জিলম নদীতে পরিবেষ্টিত আছে। ঐ দেশ দৈর্ঘ্যে পঞ্চৱিংশং ক্রোশ প্রাশন্তে পঞ্চ বিংশতি ক্রোশ, এই দেশের পূর্বভাগে কাশ্মীর, পশ্চিমে আটক দেশ, উত্তরে কিন্নর দেশ, ও দক্ষিণে গোকর জাতির বাস। তদেশের পর্বতে ও সম ভূমিতে সৰ্ব্বদা তুষার পতিত ছয় তৎপ্রযুক্ত গ্রীষ্ম ঋতুর প্রায় উদয় নাই। তদেশের একাংশ যাদুন নামে আখ্যাত তাহাতে আফগান জাতির বাস,অপরাং শের নাম তুর্ণাল তাঁহা পৰ্ব্বত ও বনময়, ঐ দেশে নানা সস্বাদ ফলোৎপত্তি হয় । কাশ্মীর হইতে তদেশ ব্যাপিয়৷