পাতা:পঞ্জাবেতিহাস.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজ্যখণ্ড । ২১ সিন্ধ, তীরে গন্তব্য রাজপথ দলু কর্তৃক আক্রান্তপ্রযুক্ত সৰ্ব্বদা ভয়ঙ্কর । ঐ দেশের রাজধানীর নাম পকিলি। মুজপফরাবাদ । পকিলির পূৰ্ব্বভাগে মুজফরাবাদনগর,তাধীন ভূপ্রদেশ মধ্যে অধিকাংশ্ব যবন জাতির বাস, ঐ দেশ পৰ্ব্বতারণ্যে আচ্ছন্ন, পূৰ্ব্বে উক্ত নগর এক সামান্য গ্রাম ছিল এক্ষণে বর্ধিষ্ণু হই য়াছে, ঐ নগর কাশ্মীর হইতে একত্রিশ ক্রোশ পশ্চিম, ঐ নগরে বামাবৰ্ত্তে কৃষ্ণগঙ্গা নদী झकि१ পশ্চিম’বাহিনী হইয়া কিয়দূরে জিলম নদীতে মিলিয়াছে, তদেশীয় লোকের একটা মেষ বা কুক্কর চৰ্ম্মে মস্তকের ও বক্ষের ভার রাখিয়া কেবল পদ চালনের দ্বারা অনায়াসে দুর্গমা নদী পার হইয়া যায় । কচ ও হাজারাদেশ. سw-س-- কচ ও হাজারাদেশ পৰ্ব্বতাবৃত প্রযক্ত উপত্যক স্বৰূপ জ্ঞান করা যায়, এই দেশ লাহোর রাজ্যের উত্তর পশ্চি মাংশে ও সিন্ধু নদীর দক্ষিণ ভাগে এবং ঘর্ষণ নদীর উত্তরদিগে স্থাপিত, এই দেশে আফগান বংশ্য যবন জাতির এবং গুজার নামক অস্ত্যজজাতির বাগ আছে, তদেশীয় পৰ্ব্ব ড়ের তল ভূমি উত্তম শস্য জানিক, এই দেশের পূর্ব সীমান্তে হুসেন আবদুলদেশ ।