পাতা:পঞ্জাবেতিহাস.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজ্যখণ্ড । । २१. এতদেশের দ্বিতীয় শ্রেণীস্থ পৰ্ব্বত অতু্যচ্চ মেঘস্থল অতিক্রম করিয়া উৰ্দ্ধে উঠিয়াছে, উপরিভাগে তুষার পতনে বৃক্ষাদি জন্মেন, পৰ্ব্বতীয় উপত্যক ও অধিষ্ঠক মধ্যে স্থানেই মনুষ্য লোকের বাস আছে, তাহারা প্রায় হিন্দু ও বৌদ্ধ মতাবলম্বী কিন্তু পথের দুর্গমতা প্রযুক্ত তাহারা কখন ভিন্নজাতীয় বিপক্ষা ক্রান্ত হয় নাই, জগদীশ্বর তাহারদিগকে সেই অল্প ভূমির মধ্যে এমত সুখী করিয়াছেন যে তাহারা ভিন্ন দেশীয় কি কাশ্মীরীয় লোকের সহিত সম্পর্ক নারাথিয়াও অনায়াসে কালযাপন করিতেছে" उत्रिं প্রয়োজনীয় তাবদ্রব্য স্বস্থানেই উৎপন্ন হয় । কাশ্মীরী ভাষা সংস্কৃত মূলিক ও অক্ষর দেবনাগর মূলক, দেশীয় লোকের মনে বিশিষ্টৰূপে বিদ্যোৎসাহিত আছে, তদেশের পণ্ডিতগণের গ্যাপেক্ষ পৃদ্ধ রচনে অনুরক্ত এবং গীতাসক্ত, স্ত্রীজাতিরাও मृडा গীত বিদ্যায় নিপুণ ぐ2 য়িহুদী বা আরমানী স্ত্রীগণের ন্যায় বাহসৌন্দর্য শোভিতা, কিন্তু দেহলাবণ্যের ন্যায় মন নিৰ্ম্মল নহে, তাহ শাঠ্য লাম্পট, ও অমৃতবাক্যে পূর্ণ, তথাপি তাহারদিগের লাবণ্য মুগ্ধ হইয়া দিল্লীশ্বরের অন্য ভাৰ্যাপেক্ষা কাশ্মীরী ভাৰ্য্যা গ্রহণোৎসুক হইতেন,যেমত ভদ্রলোকের বিদ্যা ধনাজ্জনে অনুরক্ত ੱਚ কৃষি লোকেরাও স্বকাৰ্য্যাসক্ত ও শীত বাতাতপ সহিষ্ণ, স্বকাৰ্য উত্ত্যক্ত নহে ।