পাতা:পঞ্জাবেতিহাস.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

No.9 পঞ্জাব রাজ্যের ইতিহাস। অলর হ্রদের নিকটে এক অত্যুচ্চ পৰ্ব্বতে এক ক্ষুদ্র হ্রদ আছে তজ্জল লবণময় এবংচরিষ্ণুকৃষ্ণসার মৃগসমূহ দূষ্ট হয়। মথন নগর । ७क उछ जूभिद्र উপর মধন নগর স্থাপিত, উখায় পূৰ্ব্বকালে এক অতি বৃহৎ দেবমন্দির ছিল ঐ স্থানে একক্ষুদ্র জল শয় আছে তাহার জলের কখন হ্ৰাসত নাই, ঐ স্থানে জলশূন্য এক শুড়ঙ্গ আছে ভাই বাবল কৃপনামে প্রসিদ্ধ, ঐ স্থানের নিমু ভূমিতে এক সরোবর মধ্যে ক্রীড়াকারি বৃহদাকার মৎস্য সমূহ দৃষ্ট হয় কিন্তু স্থান মাহাত্ম্য প্রযুক্ত তাহা কেহ হত্যা করে না, সরোবরের একাংশে এক অতল গামী গহবর আছে। কাওয়ার পাড়া । _ _ কাওয়ার পাড়া স্থানে এক নিবার আছে তাহার জল অত্যন্ত শব্দায়মান হইয়া বক্রগতিতে গিরি নিতম্ব ইইতে নিগর্ত হয় । অশনগর । چ-حصے অশনগরের সন্নিধ্য পৰ্ব্বত ভিতরে জনাৰ্দ্দন ঋষির এক গন্তব্য পথ বা শুড়ঙ্গ আছে, পূৰ্ব্বে ঐ পৰ্ব্বত জলশূন্য ছিল পরে তন্মহাত্মার আগমন কালাবধি তথায় এক নদীর উৎপত্তি