পাতা:পঞ্জাবেতিহাস.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 | \9۹ ও তন্নিকট এককুণ্ড আছে তাহার জল গ্রীষ্মেসুশীতল ও শীতকালে অভ্যন্ত উষ্ণ হয়।

বাজোয়াল। 3. বাজোয়াল গ্রামে শালামার নামে যে নির্বর আছে তাহার জল শাকেট পৰ্ব্বত হইতে আশ্চৰ্য ৰূপে পতিত হয় এই স্থানে একপ্রকার বুড়ির আকার বিত্তি দ্বারা বিবিধ মৎস্য ধৃত হয়। আশাবলারি | مس-اسپ-سے আশাবলারি স্থানে গোরিগরনামক পুণ্যকুণ্ডের সমীপে প্রস্তর নিৰ্ম্মিত এক প্রাচীন দেব মন্দির অাছে এবং তৎসান্নিধ্য শুক্রনাগ নামে যে জলশূন্য কুণ্ড আছে তাঁছার আশ্চর্য এই যে শুক্র বাসরে भारगन्ज নবম দিবস হইলে ঐ কুণ্ডে প্রাতঃ কলাবধি সন্ধ্যা পর্যন্ত জলোৎপন্ন হইয়া রাত্রিতে বন্ধ হয় । জিনাবল । জিনাবল গ্রামে এক কুণ্ড আছে তন্মধ্যে লোকেরা স্বকীয় শুভাশুভ পরীক্ষার্থ খজুর নিঃক্ষেপ করিয়া থাকে, খজুর छत्र भग्न इदेश उलशउ श्हेप्श अर्भक्रल ङ्कि ७ ভাসমান থাকিলে মঙ্গল লক্ষণ জান? যায়।