পাতা:পঞ্জাবেতিহাস.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজ্যখণ্ড । 3\O প্রপূজিত হয় ও শুন্নিকট মহাদেবের ভূতিশর নামে তীর্থ আছে যৎকালে যাত্রিরা পূজারাধন। করিয়া থাকে তৎকালে এক আশ্চৰ্য্য শব্দ শ্রুতিগোটর ছয় কিন্তু কোথা হইতে শব্দ নিঃসৃতহইয়া থাকে তাহ কেহ নিৰূপণ করিতে পারেন । গয়াহামু । ক্ষুদ্রতিব্বতের সংলগ্ন গয়াহামু স্থানে অলর নামে এক ৰিখ্যাত হ্রদ আছে তাহার পরিবেষ্ঠন চতুর্দশক্রোশ, তন্মধ্যে শুলতান জানালআবেদিন ". चाड़ेब्रनगक नाम 4क बूइन অট্টালিক। নিৰ্ম্মাণ করিয়াছেন। মাছামু । মাছামু স্থানের নিকট এক ক্ষুদ্র উপদ্বীপ আছে তাহ বৃক্ষে পরিপূর্ণ যে সময় বায়ুর দ্বারা বৃক্ষ সমূহ দোলায়মান হয় সে সময় উপদ্বীপ ও কম্পিত হইয়া থাকে । পরেশপর। emassass="g পরেশপুর গ্রামেও কেশরের কৃষিকৰ্ম্ম চলিত আছে ঐ গ্রামে , এক বৃহদেব মন্দির" ছিল তাহাঁজানলআবেদিনের পিতা সেকন্দর ভাঙ্গিয়াছেন পয়ে ভগ্ন মন্দিরের মধ্যে এক তাম্বুপত্র পাওয়া যায় তাহাতে দেবনাগরাক্ষরে হিন্দিভাষায় লিখিত ছিল