깊 3众 কাশ্মীরের রাজাবলি । _ ঐকৃষ্ণের জন্ম সম কালাবধি এতদ্রাজ্যের রাজ বিবরণ প্রাপ্ত হওয়া যায় ফলতঃ ক্ষুদ্র পুস্তকে ভৰ্ত্তাবৎ বাহুল্য বৃত্ত বর্ণনে নিবৃত্ব হইয়া সংক্ষেপে কিঞ্চিদ্ধত্তি লিখিতেছি। দ্বাপর যুগের শেষাংশে কাশ্মীরের রাজা অগনন্দ • জর সন্ধের পক্ষছিলেন তিনি মথুরার যুদ্ধে বলম্বেরের হস্তে ব্যাপা দিত হন-- তৎপুত্র দামোদর পিতৃসিংহাসনে কিয়দিব স রাজ্য করিয়াছিলেন, ঘৎকালে শ্ৰীকৃষ্ণ যদুবংশ্য গণের সহিত গান্ধারে বিবাহ উৎসাহে আহূত হইয়াছিলেন তৎ কালে ঐ রাজা সিন্ধুনদী তীরে পিতৃ বিপক্ষ যাদবগণের প্রতি আক্রমণ করিয়া ঐ যুদ্ধে নিহত হন, তৎকালে তাহার স্ত্রী অন্তর্বত্নী ছিলেন ঐ গুর্ভে বালদেব নামক রাজা উদ্ভূক্ত হন, পরে ঐ বংশীয় পঞ্চত্রিংশৎ দুরাত্মা রাজার ক্রমশঃ রাজ্য করিয়াছিল । লুলুরা জ। পুৰ্ব্ব বংশের অবসানানন্তর লুলু নুমক ধাৰ্ম্মিক কাশ্মীরের রাজা কামরাজের নিকট স্বনাম প্রসিদ্ধ লুলু নগর স্থাপিত করিয়াছিলেন অদ্যাপি উন্নগরের লুপ্ত চিকু পাওয়াযায়, তাহার পর কৃষ্ণ, কাগন্ধর, শিরস্কর, গোধর স্বর্ণ, জনক, ও 区
পাতা:পঞ্জাবেতিহাস.djvu/৬৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।