te পঞ্জাব রাজ্যের ইতিহাস । তেজঃনর এই সপ্ত রাজার পর২ রাজ্য করেন তাহার। জৈন ধৰ্ম্মীছিলেন । অশোক রাজ । জনকের ভ্রাতুষ্পুত্র রাজ অশোক রাজ্যপ্রাপ্ত হইয়া জৈন ধৰ্ম্মত্যাগ পূৰ্ব্বক ব্রাহ্মধৰ্ম্ম গ্রহণ করত বৈদিক চার প্রচার করেন, তৎ পুত্র ठूtछ। জলোকস দিগ্বিজয় করত আসমুদ্রকর গ্রাহী হন, তিনি ন্যায় বিচারে প্রজা পালন দ্বারা মহাযশ স্বী ছিলেন, ঐরাজ। কান্যকুঞ্জের শীতজন ব্রাহ্মণের প্রতি রাজকীয় য়াবদীয় ভারপির্ণ করিয়াছিলেন । কথিত আছে র্তাহার সভ্য এক জন জ্যোতিজ্ঞ বহুৰূপী ও নাগ বাহন ছিল। ঐ রাজা বৃদ্ধাবস্থায় বুদ্ধমতাবলম্বী হন। রাজা দামোদর দ্বিতীয় । উক্ত রাজার অবর্তমানে তাহার ভ্রাতা দামোদর রাজা হন তিনিও প্রজা পালকছিলেন কথিত আছে তিনি কোন সন্ন্যা সিব অভিসম্পাতে সৰ্প হইয়াছিলেন । রাজা নরক । কাশ্মীরদেশ নরক রাজার রাজ্য সময়ে বৌদ্ধ ধৰ্ম্মী হইয়া ছিল ঐ রাজ। দেবমন্দির সমহ দগ্ধ করিয়া দেয় ।
পাতা:পঞ্জাবেতিহাস.djvu/৬৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।