পাতা:পঞ্জাবেতিহাস.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

世8 পঞ্জাব রাজ্যের ইতিহাস । রাজা বালা দত্ত । অনন্তর রাজা বালা দত্ত রাজ্যাধিকারী হইয়া সমুদ্র পয্যন্ত রাজ্য বাড়াইয়াছিলেন । রাজা ध्ञानक | তদনন্তর চন্দ্ৰানন্দ নামক রাজা ন্যায় বিচারে ও সাধু পালনে বিখ্যাতছিলেন তৎসময়ে একজন অধ্যাপককে তাহার প্রতিযোগী অন্য এক ব্রাহ্মণ হনন করিয়াছিল কিন্তু কেহ সাক্ষী ছিল না তথাপি সন্দেহ প্রযুক্ত মৃতের ব্রাহ্মণী রাজ সন্নিধানে অভি যোগ করিল, রাজা অপ্রাপ্ত"সাক্ষ্যস্থলে বহু বিতর্কেও দোষ প্রমাণ করিতে না পারিয়া বিমর্ষ চিত্তে তিনদিন রাত্রি নিরাহারে ছিলেন, পরিশেষে ঈশ্বর চিন্তায় নিমগ্ন হইয়া নিদ্রিত হইলেন এমতকালে স্বপুে দৃষ্ট হইল যেন জনেক মছা পুরুষ আগত হইয়া কোন মন্ত্র উপদেশ করিয়া কহিলেন যে “তণ্ডুল চূর্ণ এই মন্ত্রে পূত করত ভূমিতে বিস্তার করিব ও সন্দিগ্ধ ঘাতককে তদুপরি পদবিহরণ করিতে কহিবা যদি পদ চতুষ্টয়ের চিকু দৃষ্ট হয় তবে অবশ্য জানিবা যে ঐ ব্যক্তি বধ করিয়াছে, রাজা নিদ্রাভঙ্গ হইয়া অবিলম্বে সভামধ্যে আসিয়া ঐ ৰূপ অনুষ্ঠান করিলে ဖိ তণ্ডুল চূর্ণর উপর পদাঙ্ক চতুষ্ঠয় দৃষ্ট হইল তৎকালে বিপ্রের দৈহিক দণ্ড কি প্রাণ দপ্ত