झtछJ४७ ।। 重登 ү7 ছিলনা এতাবত মৃতের লেী হুমূৰ্ত্তি নিৰ্ম্মাণকরত প্রতপ্ত করিয়া ঘাতকের মন্তকে তদ্বারা ব্ৰহ্মহত্যার চিহ্ন দিয়া দেশ বহিস্কৃত করিয়া ব্রাহ্মণীকে বৃত্তি দানে সন্তোষিত পূৰ্ব্বক বিদায় করিলেন।. রাজা ললিতা দত্ত । কাশ্মীরের রাজা ললিতা দত্ত দান দয়া ও যুদ্ধ বীর ছিলেন তিনি ভারত বর্ষ অধিকার করিয়া ইরান তুরান প্রভৃতি যবন রাজ্য অধিকৃত করিয়াছিলেন; কথিত আছে তিনি উত্তর শ্রেণী পৰ্ব্বত ভ্ৰমণ সময়ে কোন ঋষির কোপে প্রাণ ত্যাগ করিয়া ८छ्न | - রাজা অঘনিন্দ । রাজা অৰ্ঘানন্দ প্রচণ্ড পরাক্রমী এবং দানশৌণ্ড ছিলেন তিনি একদা কাশীধামে একলক্ষ অশ্ব সজ্জীভূত করিয়া দক্ষিণার সহিত দরিদ্র ব্রাহ্মণে দান করিয়াছিলেন। রাজা অজয়ানদি। • রাজা অজয়ানন্দ পৃথিবীর বহুদূর পর্যন্ত জয় করিয়াছি লেন, যাজ নামকর্তাহার শ্যালক ঐ সময় সেনাদিগকে ও দেশের প্রধানগণকে বশীভূত করত রাজ বিদ্রোহিত করিয়া
পাতা:পঞ্জাবেতিহাস.djvu/৭০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।