পাতা:পঞ্জাবেতিহাস.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজ্যখণ্ড । ९१ বলিয়া গণনা করিয়াছে ঐ রাজার সময়ে কান্দহারের যব নেরা ও র্তীৰ্ব্বতের রাজা কাশ্মীরের প্রতি অত্যাচার করিয়। ছিল এই রাজার একজন সামীর নামক যুবন ভূত্য ছিল। আনন্দ দেব । ബ* রাজা অনিন্দ দেব সিংহাসনাধিকারী হইয়া সামীর যবনকে প্রধান সচিব করিয়া তাহার স্থানে, যবন ধৰ্ম্ম গ্রহণ করিয়া ছিলেন, তাহার মরণুের পর সামীর রাজমহিষীকে বিবাচ্চ করিয়া রাজ্য প্রাপ্ত হয় । শুলতান সমশদিন । wo --—a হিজিরি ৭৪২ সালুে সামীর যবন রাজা হইয়া স্ব নামাঙ্ক ত মুদ্র প্রস্তুত করাইয়। আপনাকে শুলতান সমশদিন নামে বিখ্যাতু করাইয়াছিলেন ঐ রাজ প্রজার ভূমুৎপন্ন শস্যের চতুর্থাংশ রাজকর স্বৰূপে গ্রহণ করিতেন । শুলতান আল হাদিন । • শুলতান আলাহাদিন অধীশ্বর হইয়া রাজ্য মধ্যে এই ব্ল্যবস্থা প্রচলিত করেন যে বৈধব্যাবস্থায় যে স্ত্রী ভ্ৰষ্টাচারিণী হুইবেন তিনি পতির ধনাধিকারিণী হইবেন না । জ