পাতা:পঞ্জাবেতিহাস.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శ్రీe *छांव ज्ञांटङाज़ झेडिङ्ॉन । করেন, তৎসময়ে ইরান দেশ হইতে শী কাশীম আনয়ারের শিষ্য একজন আগত इईब्रां ঘবন প্রজার মধ্যে নুর বকশির ব্যবস্থও লিয়ার ধর্ম প্রচার করিয়াছিলেন ! এতদনন্তর তাতারের চাক বংশীয় মহম্মদু শাহ রাজা হন ও তাহাকে পরাভূত করিয়াশুলতান এবরাহিম আবদাল সিংহ সন প্রাপ্ত হইয়া অচিরকালের মধ্যেই দিল্লীশ্বর বাবরের দ্বার। তাড়িত ও রাজ্যচ্যুত হইয়াছিলেন, অনন্তর নাজির শাহ বাব রের সৈন্য জয় করিয়া দেশাধিকার করেন, এবং তাহাকে দূরী করণ পূৰ্ব্বক মহম্মদ শাহ ঐ ૮૬:મ পুনৰ্ব্বার আগত হয়েন, এমত সময়ে হোমাউন বাদশাহের লাহোরাধ্যক্ষ ঐ দেশ করস্থ করিয়াছিল কিন্তু অত্যাচার কর তে এক দ। রাজ্যের প্রজার অস্ত্ৰধারণ করিল তাহাতে মোগল সৈন্যেরা পলায়িত হয়, হিজিরি ৯৩ সালে কেশঘরের রাজ শুলতান সৈদ খ দশ সহস্র সৈন্য পাঠাইয়া ঐ দেশ ছিন্ন ভিন্ন করিয়া দেয় তাহার পর হিজিরি ৯৪৮ সালে হোমায়ন বাদশাহ ঐ দেশ পনৰ্জ্জয় করিয়া দিল্লী রাজ্যের অধীন করেন।

  • বাদশাহ অtখবর শাহা ।

ーテー。 ইং• ১৫৮৬ সালে তদেশ অtখবর বাদশাহ করায়ত্ত করেন তদবধি ঐ দেশ দিল্লীর অধীন ছিল, যৎকালে ঐ সিংহাসনের দেীৰ্ব্বল্যে উদয় হয় তৎকৃালে কাবলের তৈমুর বংশীয় অাম