রাজ্যখণ্ড । ৬১ দশাই। আবেদলি ঐ দেশ অধিকার করিয়া লয় তদবধি ১৮৭৯ সাল পর্যন্ত ঐ দেশ কবলের অধীন, থাকে। অনন্তর কবলের বাদশাহ সুজাউলমুলক পদচ্যুত হই বায় ঐ বৎসর কাশ্মীরেরগবৱনর অস্ত্রীম ধাপরাধীনতার ভার স্কন্ধে হইতে দূরবিসরণ করণ পূর্বক স্বাধীন রাজা হন, ং ১৮১৬ সালে আফগানীয়রা আখরাম খাঁ উজারেব অধীনে এতদেশ আক্রমণ করিয়াছিল কিন্তু অকৃত কার্য ৰূপে চলিয়া যায় এমতে बाचौभ খাঁর আজ্ঞাধীনতায় ১৮১৮ সাল অবধি ঐ রাজ্যের অবস্থিতি হইয়াছে । মহারাজ রণজিৎ সিংহ । -இறு ইংরাজী ১৮৯৯ সালে রাজা রণজিৎ ঐ দেশ অধিকৃত করিয়া ক্রমশঃ তীৰ্ব্বত দেশ অধিকার করেন পরে তাহার পৰাক্ৰমি সৈন্যেরা মানস সরোরব ও তীৰ্ব্বত রাজ্য অতিক্রম কৰিয়া চীনীয় রাজ্যের নিকট পর্যন্ত গমন করিয়াছিল। ইংরাজী ১৮৪৬ সালের প্রথমে লীকের বৃটিস গবর্ণমেন্ট কতক পরাভূত হইলে জম্বরাজ গোলাব সিংহের মধ্যস্ত তাতে সন্ধিনির্ণয় হয়, তৎকালে পঞ্জাব রাজ্ঞী বৃটিস গবৰ্ণমে ন্টের যুদ্ধব্যয় দেড় কোটি টুক দেওঁনে অশক্ত হইয়া জম্বর জের স্থানে পঞ্চাশং লক্ষ মদ্র গ্রহণ করেন এবং ইংরাজ ও সাঁকরাঞ্জীর সম্মতিক্রমে কাশ্মীর দেশ গোলাব সিংহকে
পাতা:পঞ্জাবেতিহাস.djvu/৭৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।