পাতা:পঞ্জাবেতিহাস.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজ্যখণ্ড । ৬৩

  • l●桦一

পঞ্জাব দেশীয় নদীর বিবরণ। -- সিন্ধ নদী। - ڼه জন্থদ্বীপের কোন স্থান হইতে সিন্ধুনদী जेढुङ তাহা একাল পৰ্যন্ত যথার্থ ৰূপে নুিৰূপঞ্চইয় নাই, পারশ দেশীয়ের এবং আবল ফজেল ফৈজিনামা বিখ্যাতৃ গ্রন্থকৰ্ত্তা কহিয়াছেন যে ঐ নদী কাশ্মীর ও কেশঘরের মধ্যস্থ উচ্চ পৰ্ব্বত শ্রেণী হইতে নিগর্ত হইয়াছে কিন্তু অন্যান্য লো:করা কহে যে ঐ নদীর জন্মস্থল খাতাই পৰ্ব্বত, পরস্তু আধুনিক বা নব্য দিগ্‌দ। শনিকেরা অনুমল করেন ঐ নদী হিমালয় পৰ্ব্বতের কৈলাশ শ্রেণীর উত্তরাংশ হইতে বহির্গত চুইয়াছে, ঐ স্থান চীন দেশের গোর তপী নামক নগ্নর হইতে বহুদূর নহে ঐ স্থানের অনতিদূরেই শতদ্রনদীর জন্মস্থান, ইদানীং নিশ্চয় উদেশ হইয়াছে যে ক্ষুদ্রতীৰ্ব্বত দেশের দারল্লশ নগরের নিকটবর্তি পৰ্ব্বত চইতে নিগাতা হুইয়া, তীৰ্ব্বত দেশ ব্যাপিয় আগত হয়। কাশ্মীর নগরের ঈশান ভুগে প্রায় অষ্টাছের পথ অন্তরে ভিন্ন এক নদীতে’ সঙ্গত হইয়া পুনৰ্ব্বার দারায়শ নগরের কিয়দূর অন্তরে দ্বিধারায় বিভিন্ন হয়, তাহার মুখ্য ধারা মহা