পাতা:পঞ্জাবেতিহাস.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৪ পঞ্জাব রাজ্যের ইতিহাস । সিন্ধু ও স্বপধারা ক্ষুদ্র সিন্ধুনামে,বিখ্যাত, ঐ ক্ষুদ্র সিন্ধু কাশ্মীর দেশের দক্ষিণুভিমুখে গমন করিয়া বিতস্ত নদীতে মিলিত হইয়ছে । মহসিন্ধু তীৰ্ব্বত দেশ হুইতে পূৰ্ব্ব গামিনী হইয়া প্রায় একশত ক্রোশ আগমন করত মুল্লাইস্থান প্রাপ্ত। হয়, ঐ নদী গম্য পথের উভয় পাশ্ন পৰ্ব্বতাবরূদ্ধ প্রযুক্ত অঙ্গ বিস্তার করিতে পারেনা, তথা হইতে হিন্দু কোশ বা হিমালয় পৰ্ব্বতের নিমু শ্রেণী ব্যাপিয় ২৫ ক্রোশ পূৰ্ব্বমুখে আসিয়া কচ দেশের উপত্যক'মধ্যে পতিত হয়, ঐ স্থানে সমভূমি প্রাপ্ত হইয়া ननी এতদূরবস্তৃত৷ যে তন্মধ্যে অনেক নেক ক্ষুদ্র২:উপদ্বীপের উৎপত্তি হইয়াছে, তথা হইতে ২• ক্রোশ অন্তরে তাহার সহিত কাবলীয় নদীর সংযোগ হয় । অনন্তর ংকীর্ণ ৰূপে জলধারা অতিবেগে শোলেমান পৰ্ব্বত শ্রেণীর মধ্য ব্যাপিয়া চলিয়া গিয়াছে তথা সমুদ্র তরঙ্গের ন্যায় বারি ৰোগে বীচি আন্দোলিত হইয় গুরুতর ৰূপে শব্দায়মান আছে সেই শব্দ বহুদূর হইতে শ্রবণ করা যায়, এবং যে২ স্থানীয় পাশ্বস্থ পৰ্ব্বত হইতে বরফ গলিয়া পতিত श्ञ्ज उड९इो८न 4भड ভয়ঙ্কর ঘর্ণায়মান জলচক্র আছে যে তন্মধ্যে নেীক পতিত। হইলে ཝཱཎིq কালেই প্রস্তরাঘাতে চূর্ণায়মান হইয়া যায়, জেলালি ও কামালি নামক দুই নীল পৰ্ব্বত নদীমধ্যে দণ্ডার মান আছে, জনশ্রুতি দ্বারা শুনাযায় যে রসিনিয়া জাতির ধৰ্ম্মস্থাপক স্বাস্থাধীশ্বর পিরবারকের যুগ্ম তনয়কে কোন