পাতা:পঞ্জাবেতিহাস.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

영e পঞ্জাব রাজ্যের ইতিহাস । গনার কলুপৰ্ব্বতের উপত্যক মধ্যে আবাইকুণ্ড নামে প্রসিদ্ধ যে হ্রদ আছে তথা হইতে বহির্গত হইয়। দ্বিধারায় বিভক্ত। হইয়াছে তাহার প্রথম ধারা ব্যাস গঙ্গা ও দ্বিতীয় ধারা বাণ গঙ্গানামে কথিত হয়, ইহার এক ধারা কোট কাঙ্গরার নিকট হইয়া দক্ষিণাভিমুখে ও অপর ধারা উত্তর পশ্চিমাংশে আগত হইয়া হরিপুর নামক স্থানে পুনৰ্যোগ হইয়াছে উক্ত দুই স্রোতের মধ্যবৰ্ত্তি কোটকাঙ্গর উপদ্বীপের ন্যায় দৃষ্ট হয়, ঐ নদী অতিবেগবতী ও তাছার দক্ষিণতীর অতিউচ্চ এবং সন্থস হন্তের অধিক পরিপর নহে, শীত গ্রীষ্ম সময়ে ঐ নদীতে জলের অপেত প্রযুক্ত লোকের পদব্রজে পারাবার হয়, ঐ নদী গর্ভে স্থানে২ চোরাবালি ও দলদলি আছে, ঐ নদী ছড়কি গ্রামের নিকট শতদ্রুর সহিত মিলিত হইয়াছে ঐ স্থানে উভয় নদীর তুল্যানুতুল্য পরিসর জ্ঞান হয়, এতদুভয় নদী স্বয়ং জন্মস্থান হইতে প্রায় ৭৫ ক্রোশ আগমন পূৰ্ব্বক ة{یE যোগ হইয়া গোরানদী নামে বিখ্যাত হইয়াছে এরং তথা হইতে প্রায় ৪৫ ক্রোশান্তরে চন্দ্রভাগ বিতস্তা ও ঐরাবতীর সহিত আলিঙ্গন করিয়াছে। শতদ্রুনদী। কথিত আছে যে শতদ্রু নদী মানস সরোবর হইতে বহির্গত। হইয়াছে কিন্তু ষৎকালে মেং মুরস্কাপুট সাহেব উক্ত সরোবর