রাজ্যখণ্ড । Q? দশনার্থ গমন করিয়াছিলেন তৎকালে তিনি সরোবরের পশ্চিম দক্ষিণ ও উত্তর তিন দিগভ্ৰমণ করত তাহাতে কোন নদী নিগর্ত হইতে দেখেন নাই কিন্তু শুনিয়াছেন যে নৈঋত কোণে শতদ্র নদী বহির্গত হইয়াছে ঐস্থান অগন্তব্য প্রযুক্ত দশন করিতে পারেন নাই এবং আবল ফজেল ফৈজি লিথি য়াছেন যেহিমালয় পৰ্ব্বতের উচ্চ শ্রেণী ঘিলুর স্থান হইঙে ঐ নদীর উদ্ভব হয়। ঐ নদীতীরে ফলোর লুধিয়ানা ৰূপর প্রভৃতি গওগ্রাম আছে। হিন্দুস্থানের উত্তর পূৰ্ব্বত শ্রেণীহইতেযে২ নদী নির্গত হইয়াছে তন্মধ্যে ঐ নদী প্রধান, ঐ নদীর বিস্তার ৫r হস্তের অধিক नरश् কিন্তু গভীরতা অধিক, যে স্থানে ঐ নদীর বিপাশার সহিত সংযোগ হইয়াছে ঐস্থান মানস সরোবর হইতে ২৫• ক্রোশ দূর হইবে কিন্তু হিমাবৃত পৰ্ব্বত শ্রেণী হইতে ঐস্থান ৭৫ ক্রোশের অধিক নহে, এবং তথা হইতে যে স্থানে সিন্ধ, नौण्ड भउिडा श्ब्र তাহাও ২৫• ক্রোশ। লুধি য়ান হইতে বিলাসপুর পর্যন্ত স্থানের মধ্যে ঐ নদীতে আর কএকট। ক্ষুত্রস্রোতের সংযোগ হইয়াছে শীত গ্রীষ্ম সময়ে. ঐ নদীতে জলের অম্পত নাই, হুরকির নিকটে শতদ্রুর সহিত বিপাশার সঙ্গম হইয়াছে ঐ স্থান ফিরোজপুর হইতে অধিক দূর নহে। ইতি পঞ্জাবেতিহাসে রাজ্যখণ্ডে তৃতীয় পরিচ্ছেদ সমাপ্তঃ।
পাতা:পঞ্জাবেতিহাস.djvu/৮৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।