পাতা:পঞ্জাবেতিহাস.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१२ পঞ্জাব রাজ্যের ইতিহাস । কাবলরাজ্য । 一呜{>川*一 পুরাকালে কবল রাজ্য কাশ্মীরের অধীন ও হিন্দুস্থানের মধ্যে পরিগণিত ছিল কাবলের শেষ হিন্দুরাজা রণতাল রায়ের অবসান কালাবধি তদ্রাজ্য যবন জাতির অধিকৃত হয় তাহার পর চিখুরের রাজবংশীয় অপানামক বিখ্যাত সেনাপতি তদেশ অধিকার করিয়াছিল তদনন্তর তদেশ হিন্দুরাজার। পুনৰ্ব্বার অধিকার করতে পারেন নাই। এই রাজ্যের দীর্ঘত৷ সিন্ধুনদী তীরবিধি দূিকৈাহ পৰ্য্যন্ত ১৫০ డ్గా এবং কারণ বাগ হইতে সাগহান সরাই পর্যন্ত ১০০ ক্রোশ আয়তন । এই রাজ্যের পূৰ্ব্বভাগ হিন্দুস্থামের সীমা, পশ্চিম উত্তরাংশে গোর জাতির বাসস্থানীয় পৰ্ব্বত শ্রেণী, উত্তরে তিন্দুকোহ ও বাদাক স্থান, এব৯ দক্ষিণদিগে ফারমেল ও নগঞ্জ, স্থান । এই দেশ পৰ্ব্বতারণ্য ব্যাপ্ত বিশেষতঃ তাচতুর্দিগে দুৰ্গম পৰ্ব্বতবরোধ বশত দুরাক্রম্য প্রযুক্ত প্রজার ভিন্ন দেশীয় আক্রামকের ভয়ে নিঃশঙ্ক, এতদেশীয় যবন প্রজার বিবিধ শ্রেণী বিভক্ত, শুনা যায় তাহারদিগের বিখ্যাত বীজপুরুষ আফগান নামক ব্যক্তির তিনপুত্ৰ শুরিন, গোরগুস্ত ও তবিনু হইতে সরিনি, গোরগস্তি V8 তবিনী জাতির উৎপত্তি হইয়াছে তত্ত্বৎজাতি আফগান নামে বিখ্যাত, কথিত আছে মতয়ালি গোরির তিন পুত্ৰ গিলজি, লুধি ও মিউয়ানি হইতে তত্তন্নামে প্রসিদ্ধ জাতৃিত্ৰয় সৃষ্টি হইয়াছে । o