রাজ্যখণ্ড । ԳՏ গজনেন নগরাধিকার । অনন্তর কান্ধহার অধিকার পূৰ্ব্বক ੋਣ মেং কেনি সাহেব স্বসৈন্য সহিত ১ জুলাই গজনেন নগরাভিমুখে যাত্র। করিয়া ২১ জলাই তথায় উপস্থিত হন ঐ নগর কান্ধহার হইতে ১১৫ ক্রোশ অন্তর, ঐ নগরের প্রাচীর এমত সুদৃঢ় রূপে গ্রথিত ও প্রসন্ত ভিত্তিযুক্ত ছিল যাহা ভেদকরা ভিত্তিভেদক তোপ ব্যতি রেকে অসাধ্য জ্ঞান হইয়াছিল। কিন্তু উক্ত সাহেব বৃহত্তোপ কান্দহারে রাখিয়া আইসেন এমতে মন্ত্রণ পূর্বক নগরের দিল্লী নামক সিংহদ্বার পর্যন্ত “শুড়ঙ্গ খনন করিয়া বাৰূদের দ্বারা দ্বার ভঙ্গ করিয়া দেন ও རྩ༤ཨཻ་ཤྭt༤ বৃটিস সেনারা নগরে প্রবিষ্ট হয়, তাহারদিগের গত্যবরোধার্থ দুর্গস্থ সৈন্যরা ঘোরতর যুদ্ধারত করল ঐ কালে ঐযুত মেষ্টর শেল সাহেব বিপক্ষ কতৃক গুরুতর ৰূপে আহত হন, এইযুদ্ধে সপ্তদশজন বৃটিস সৈন্য নিহত ও একশত সত্তর সেনা আঘাতী হয়,কিন্তু বিপক্ষের এক সহস্র সৈন্য নিহত, পঞ্চদশ শর্ত সংখ্যক আহত এবং ষোলশত সেনা ধৃতহইয়াছিল । অনন্তর গজনের গুবরনর দোস্ত মাহাম্মদের পেজ হয়দর মাহাম্মদ নগরের অন্ত রস্থ প্রস্তরময় দুর্গদ্বার রুদ্ধ করিয়া প্রায় তিনঘণ্টা পৰ্যন্ত যুদ্ধ করত পরিশেষে সপরিবারে ধৃত হয়েন। এই যুদ্ধে সেনারা একদ। বীরত্ব ও সুশীলত্ব প্রকাশ করিয়া দুর্গ
পাতা:পঞ্জাবেতিহাস.djvu/৯৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।