পাতা:পণ্ডিতমশাই-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৪ পণ্ডিত্যশাই কোনমতে বুঝা যায়, কিন্তু কেশব কিসের জন্ত সমস্ত উন্নতি ਵੋ দিয়া এই অতি তুচ্ছ পাঠশালার ভার স্বেচ্ছায় গ্রহণ করিতেছে, ইহাই বুঝিতে না পারিয়া অত্যন্ত বিস্মিত হইয়া বন্ধুকে উদ্দেশ করিয়া বলিলেন, কেশব, ' সত্যই কি তুমি এমন উজ্জল ভবিষ্কৃত বিসর্জন দিয়ে এই পাঠশালা নিয়ে সারা জীবন থাকবে ? কেশব সংক্ষেপে কহিল, শিক্ষা দেওয়াই ত আমার ব্যবসা r ডাক্তার ঈষৎ উত্তেজিত হইয়া বলিলেন, তা জানি, কিন্তু কলেজের প্রফেসরি এবং এই পাঠশালার পশুিতি কি এক ? এতে কি উন্নতি আশা কর শুনি ? কেশব সহজভাবে বালল, সমস্তই। টকা রোজগার—আর "উন্নতি এক নয় অবিনাশ ! নয় মানি । কিন্তু এমন গ্রামে বাস করলেও যে মহাপাতক হয় । উ:—মনে হলেও গা শিউরে ওঠে হে ! - বৃন্দাবন হাসিল এবং কেশবের জবাব দিবার পূর্বেই কলি, সে কি শুধু গ্রামেরই অপরাধ ডাক্তারবাবু, আপনাদের নয় ? আজ আমার দুর্দশ দেখে শিউরে উঠেছেন, এমনি দুৰ্দ্দশায় প্রতি বৎসর কত শিঙ, কত নর-নারী হন্ত হয়, সে কি কারো কোন দিন চোখে পড়ে ? আপনার সবাই আমাদের এমন নিৰ্ম্মমভাবে ত্যাগ করে চলে না গেলে, " ত এত নিরুপায় হয়ে মরি না? রাগ করবেন না ডাক্তারবাবু, डि| যার; আপনাদের মুখের অপরণের বসন যোগায, সেই হতভাগ দড়ি : এই সব গ্রামেই বাস , তাদিকেই দুপায়ে মাটিয়ে - ৎলে থে২লে আপনাদের ওপরে ওঠার সিডি তৈরি হয় । সে উন্নতির পথ থেকে কেশব এম-এ পাশ করেও স্বেচ্ছায় মুখ ফিরে দাড়িয়েচে । g কেশব আননে উৎসাহে সঙ্গস বৃন্দাবনকে কপলিঙ্গন করিয়া বলিষ্ঠ ।