পাতা:পত্রচিন্তামণিগ্রন্থঃ.djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৩ ) মত পুস্তক রচনা করিয়াছেন তাহাতে কৃচিৎ কৃচিৎ সাধুমিশ্র ভাষ ও কৃচিৎ দুৰূহ প্রাচীন রীতি প্রকাশ ইহাতে ইদানীন্তন বালক সকলের তদবলোকনে অসন্তুষ্টিভ প্রযুক্ত নব্যরীতি যুক্ত এই পুস্তক রচনা করিতেছি সাধুজন সমবলোকনদ্বার। ভ্রম প্রমাদাদি জন্য যদ্যপি কোনস্থান সুদুষ্ট থাকে তাহ স্বীয় সুষ্ঠুবুদ্ধিতে সংশোধন পূর্বক গ্রহণ করিয়া স্বস্বদেশীয় সদাচার নুৰূপ যথাযোগ্য পাঠাদি লিখিবেন ইহাতে পত্রভঙ্গাদিক্রম বিশেষ লিখিত হইল না যাহার দৃষ্ট্যাবশ্যক হয় তিনি পত্রকৌমু দ্যাদি প্রাচীন পুস্তক অথবা বিজ্ঞানাঞ্জনাদি তৎসংগৃহীত নব্য পুস্তকে বিশেষ জ্ঞাত হইতে পারবেন কিমলম্পল্লবিতেনেতি। 一*条、 শ্ৰীশ্ৰীগুৰুপুশস্তিঃ । অনাদ্যাবিদ্যtধান্তবিধংসন নিতান্তাশান্ত কৃতাস্তান্তকারণ দুস্তর কলুষাকর সংসার সাগর সমুজ্ঞারণপ্রবণ নিজ সেবক জন পরিপালন পরিমল পদারবিন্দ মকরনদ বর্ষণাহলাদিত সাধুজনান্তঃকরণ সকরুণ শ্ৰীলক্ট্রীযুক্ত মদীশ্বর ঠক্কুর মহাশয় সুরাসুরাদিসেবিত শ্ৰীমৎপৎকজেষু |, পত্রী পাঠঃ । ক্রিয়াহীন দীন কিঙ্কর ক্রীনারায়ণ শৰ্ম্মণোবসুধাবলুষ্ঠিত বেণীসংলগ্ন সংখ্যাতীত সাষ্টাঙ্গ প্রণামানন্তর নিবেদনমিদং নিরবধি ভবৎপাদ পঙ্কেরহানুচিস্তনে চিরন্তন চীয়মান জনন মরণাদি দুঃখখ গুনমিতি বিশেষঃ । পরং বহুদিনান্তরে ভবদীয়