পাতা:পত্রচিন্তামণিগ্রন্থঃ.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 8s ) নিয়ম মত সমুদায় মুদ্রা পাইয়া বয়নাম। অর্থাৎ পত্তনি অধি কণর পত্র লিখিয়া দিলাম ইতি দানীশাদ ৯৪ সাল ২৮ শ্রোবণ । এই পত্রের নিমু ভাগে রাজস্ব আদানের অর্থাৎ কিস্তিবন্দি এবং সাক্ষ্যাদি লিখিতে হয় । মহামহিম শ্ৰীযুত মহারাজাধিরাজ জগদিন্দ্র বনয়ারিলাল ৰাহাদুর সমীপেৰু। লিখিতং ত্রঅমুক কস্য অঙ্গীকার পত্রমিদং দানীশাদ ৯৪ সাল লিখনং কাৰ্য্যঞ্চ গে মহারাজাধিরাজ জগদিন্দ্র বাহু! দুরের অধিকারস্থ অমুক পরগনান্তগর্ত লাট অমুক গ্রাম সং ক্রান্ত অমুক গ্রাম নিষ্কর ভূমী ব্যরিরিক্ত চলিত ও পতিত ও বি পিন ও পুলিন ও গোষ্ঠ ও বিল ও পুষ্করিণী ও উদ্যান ইত্যাদি সমুদায় সকর ভূমীর রাজস্ব নিৰূপিত কাগজ পত্রাদি সহিত এতৎ সংখ্যাদি মুদ্রা মূল্যে পত্তনি গ্রহণ করিলাম ইহার সাম্বৎ সরিক কর সমুদায়ে এতৎ পরিমিত মুদ্রা বর্ষেই নিৰ পিত কালে প্রধান রাজস্বের কার্য্যকারকেরদের নিকট বিনা অfপত্তিতে অৰ্পণ করিব যদ্যপি নিয়মিত কাল অতিক্রম হইলে রাজকর আদায় করিতে না পারি তবে প্রতি শতে এক তঙ্ক নিয়মে দণ্ড দিব এবং ঐৰূপ প্রতিশতে ছয় আনা নিয়মে বাট্ট দিব মার বর্ষে২ চৈত্রীয় ত্রিংশৎদিবস মধ্যে সমুদায় নিৰূপিত