পাতা:পত্রচিন্তামণিগ্রন্থঃ.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( st ) রাজকর অর্পণ করিব যদ্যপি উক্তকাল মধ্যে তাছাতে অশক্ত . হই তৰে মহারাজ চলিত ব্যবস্থানুসারে ঐ গ্রাম পুনরায় ধার্ঘ্য করিবেন ইহাতে কোনো আপত্তি করি তাহা গ্রাহ হইবেক নং এতদৰ্থে পত্ত্বনিগ্ৰাম লইয়া অঙ্গীকার পত্র লিথিয়া দিলাম ইতি তারিখ ২৮ শ্রোবণ । ই হার নিম্ন ভাগে পুৰ্ব্বৰূপ লিখিতে হয়। স্বত্বদান পত্র । অমুক পরগনান্তগত লাট অমুকগ্রাম সংক্রান্ত অমুকগ্রামের মণ্ডল পদাতি ও নিশাচর ও প্রজাসকল প্রবিধান করিৰ। অমুক পরগনান্তঃপাতি অমুক গ্রামনিবাসি শ্ৰীযুত অমুককে অমুক গ্রাম পত্তনি দেওয়াগেল অতএব তোমরা উক্ত অমুকের নিকট উপস্থিত হইয়া আপন২ ভূম্যাদির রাজস্ব বিষয়ক । ধাৰ্য্য করিয়া অঙ্গীকারপত্র অপর্ণ পুৰ্ব্বক পাট্ট লইয়। রাজ কর নিৰূপিত মুদ্রা ইহার নিকট অৰ্পণ করিব কদাচ অন্যথা করিব না ইতি । ইজরার অধিকার পত্র । শ্ৰীঅমুক সচ্চরিতেষু। বঙ্গ ১২৫১ অব্দে লিখনং কাৰ্য্যঞ্চাগে অমুক পরগনা সংক্রান্ত লাট অমুকগ্রাম অন্তগত অমুকগ্রাম আমার অধিকার ভূমি ঐ গ্রাম বঙ্গাব্দ ১২৫১ অবধি ১২৫৫ পর্যন্ত পঞ্চ বর্ষ