পাতা:পত্রচিন্তামণিগ্রন্থঃ.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 8१ - ) আপত্তিতে সমর্পণ করিৰ উক্ত অমুকের কোনে। আপত্তি করি, ৰন। এতদৰ্থে স্বেচ্ছাপূর্বক প্রতিভূ হইয় লয়কপত্র লিখিয়। দিলাম ইতিসন ১২৫১ সাল । ঋণ পত্র অর্থাৎ তমঃমুক । মহামহিম অমুক মহাশয়সন্নিধানেষু। লিখিতং শ্ৰীঅমুক কস্য ঋণ পত্ৰমিদংকাৰ্য্যঞ্চাগে আমি अश শয়ের স্থানে প্রচলিত এতৎ পরিমিত মুদ্রঋণ লইলাম ইহার বৃদ্ধি অর্থাৎ সুদ চলিত ব্যবস্থানুসারে দিব আগামি অমুক মাসে বৃদ্ধি সহিত মূলধন সমুদায় দিয়া পরিশোধ করিব এত্ত দৰ্থে উক্ত সংখ্যাত মুদ্র সমুদায় প্রাপ্ত হইয়া স্বেচ্ছাধীন ঋণ পত্র লিখিয়া দিলাম ইতি দানীশব্দ ৯৪ সাল ২৮ শ্রোবণ । ..-. ভূমী বিক্রয় পত্র অর্থাৎ কোবাল । মহামহিম যুক্ত অমুক মহাশয় সমীপেষু। লিখিতং ত্রঅমুক পিতা ৮ অমুক পিতামহ ৮ অমুক । কস্য ভূমি বিক্রয় পত্ৰমিদং কাৰ্য্যঞ্চাগে অমুক জেলান্তঃপাতি অমুক পরগনা সংক্রান্ত অমুক গ্রাম মধ্যে আমার পৈতৃক যে নিষ্কর ভূমি আছে তাহার মধ্যে গ্রামের পূৰ্ব্বাংশে অমুকের । লকর ভূমির পূর্ব অমুকের উদ্যানের পশ্চিম এবং অমুকের নিষ্কর ভূমির উত্তর ও অমুকের পুষ্করিণীর দক্ষিণ এতচ্চতুঃ । সীমাবচ্ছিন্ন এতৎ পরিমিত তুমি তোমাকে এভৎ সংখ্যাত ।