এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৩৬
পত্রপুট
কেবলি চল্ল ব্যাঙের ডাক,
ঝিঁ ঝিঁ পোকার শব্দ,
জোনাকির মিটিমিটি আলো,
আর যেন স্বপ্নে আঁৎকে-ওঠা দম্কা হাওয়ায়
থেকে থেকে জলঝরা ঝাউয়ের ঝর্ঝরানি।
শান্তিনিকেতন
চৈত্র, ১৩৪০