e পথের দাবী তৃতীয় অঙ্ক অপূৰ্ব্ব ট্রেটর নয়, স্বদেশকে ও সমস্ত মন দিয়েই ভালবাসে। কিন্তু অধিকাংশ–থাক স্বজাতির নিন্দ আর করব না। অপূৰ্ব্ব দুৰ্ব্বল। সুমিত্র। কিন্তু এখান থেকে গিয়ে অপূৰ্ব্ব সোজা কোথায় উঠবে জান ? ডাক্তার। যদি ওর নিমাই কাকার কাছে গিয়েই ওঠে, তাতে আমাদের বেশী কি ক্ষতি হবে ? ঘর যখন পুড়েই গেছে, তখন কিছুকাল ত বনে জঙ্গলে ঘুরে বেড়াতে হবেই। রেঙ্গুণ এখন কারু পক্ষেই নিরাপদ নয়—লা অামার, না তোমাদেব । সুমিত্র। শুধু এই সৰ্ব্বনাশ যে করল সে থাকবে নিরাপদ ? ডাক্তার। তবুও তুমি মাজ সভা ভঙ্গের আদেশ দাও সুমিত্ৰা । সুমিত্রা । অধিকাংশের মত যেখানে ব্যক্তি বিশেষের গায়ের জোরে পরাভূত হয়, সেখানে সভা প্রহসনেই দাড়ায়। এ সভার নেত্রীত্ব করতে আমি আর সন্মত নই । ডাক্তার। সেই ভালো সুমিত্রা । সকলের সব ভার আমারই কাধে চাপিয়ে দাও । ডুবি আমি একাই ডুব-ব । হীরসিং অপূৰ্ব্ববাবুর বাধন খুলে দাও । হীরাসিং বন্ধন খুলিতে লাগিল তলোয়ারকর । এ রকম যে হতে পারে, এ আমার ধারণাও ছিল না । ডাক্তার। তলোয়াবকর। অপুৰ্ব্ব তোমার বন্ধু। তার দুৰ্ব্বলতা তোমার ক্ষমা করা উচিত। ভারতী, অপূৰ্ব্বল সঙ্গে আমি এখুনি তোমায় পাঠিয়ে দিতুম, কিন্তু ও ত নিমাই কাকার কবল থেকে তোমাকে বাচাতে পারবে না । তাই তোমাকে কিছুদিন আমাদের সঙ্গেই থাকতে হবে। ভারতী। আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। ডাক্তার। জোর করে কিছুই বোলো না। একদিন ছাড়তে হবেই }
পাতা:পথের দাবী নাটক.djvu/১২১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।