প্রথম দৃশু পথের দাবী » » ፃ ভারতী। তাই ওঁর ওপর তোমার এত স্নেহ । ডাক্তার। শুধু স্নেহ নয় শ্রদ্ধা । শশি সাধু লোক ; সমস্ত অন্তরখানি ওর যেন গঙ্গাজলের মত শুদ্ধ, নিৰ্ম্মল । ও দুঃখ পাবে কিন্তু কখনো কাউকে দুঃখ দেবে না। আমি চলে গেলে ওকে একটু দেখো বোন । শশি । আপনার কাজে আমাকে ভৰ্ত্তি করে নিন ডাক্তার—বাস্তবিক আমি মদ আর খাই না । ডাক্তার। ( শশির কাধে হাত দিয়া ) না কবি, ওতে তোমার আর ভৰ্ত্তি কয়ে কাজ নেই। শশি । তবে আমি কি করব ডাক্তার ? ডাক্তার । তুমি আমার বিপ্লবের গান কোরো । ভারতী। তোমার বিপ্লবের গান ত শশিবাবুর মুখে সাজবে না দাদা । তোমার বিদ্রোঙ্গের গান, তোমার গুপ্ত সমিতির--- ডাক্তার। না, না। আমার গুপ্ত সমিতির ভর আমার ওপরেই থাকৃ বোন-ও বোঝা বইবার মত জোর—না, না, সে থাক, সে শুধু আমার ! তোমাকে ত বলেচি ভারতী, বিপ্লব মানে শুধু রক্তারক্তি কাও নয়, বিপ্লব মানে অত্যন্ত দ্রুত আমূল পরিবর্তন! রাজনৈতিক বিপ্লব আমার। তুমি কবি, তুমি শুধু প্রাণ খুলে সামাজিক বিপ্লবের গান মুক করে দাও। যা কিছু সনাতন ; যা কিছু প্রাচীন জীর্ণ, পুরাতন ধৰ্ম্ম, সমাজ, সংস্কার—সমস্ত ভেঙ্গে চুরে ধ্বংস হয়ে যাক্ । কে ? দ্রুত পকেটে হাত দিয়া রিভলবার বাহির করিল ভারতী। কেউ ত আসেনি দাদা !
পাতা:পথের দাবী নাটক.djvu/১২৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।