পাতা:পথের দাবী নাটক.djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় দৃষ্ঠ পথেৰ দাবী ఇ3. হীরাসিং । Yes গুৰুজী ! সব্যসাচী । বেঁধে ফ্যাল । পকেট হইতে রিভলবার বাহির করিল, হীরাসিং তাহাকে বাধিতে লাগিল মিসেস ব্যানর্দি । স্বমিত্র উঠিল, সব্যসাচী তাহাকে রিভলবার দিয়া কহিল-- সব্যসাচী। মাথা লক্ষ্য করে ধবে থাক । টু’ শব্দটি করলেই খুলি উড়িয়ে দেবে, হীরাসিং— ইরাসিং Yes শুকঞ্জী ! সব্যসাচী। মুখটাও বেঁধে দাও । হীরাসিং একপান বড় কমাল দিয়া মুখ বাধিতে লাগিল, সব্যসাচী পাশের ঘরটি দেখিতে গেল, ফিরিয়া আসিয। আর একটা রিভলবার সিগনালারের শীথে ধরিয়া কহিল— Faife, or a fict offetal Wig I Now signaller, move forward I forward I ষ্টীবসিংহ বাহির হইয়া গেল, সব্যসাচী ওকে দুযারের কাছে লইয়া গিয ধtঞ্চ দিয়া অন্ত ঘরে ফেলিয়া দিয এদিক হইতে গিয দুবার বন্ধ করিয়া দিল। চুটিয টেবিলে বসিয়া টেলিগ্রাফ করিতে লাগিল। জবাব শুনিতে শুনিতে মাথাটা টেবিলের ওপর মুইযা পডিল, কুমিত্র দৌড়াইয়া ভtহার কাছে গিয কহিল-- সুমিত্র। ডাক্তার 1 সব্যসাচী শুধু একখানি হাত তুলিল, সুমিত্র তাহার কাধে হাত রাখিয়া কহিল— কি হয়েচে ডাক্তার। সিঙ্গাপুর কি বল্পে । ,