$** পথের দাবী চতুর্থ অঙ্ক সব্যসাচী । তীরসিংকে ডাক । স্বমিত্র দৌড়াইয-দুয়ারের কাছে হইতে ডাকিল— সুমিত্রা । হীরাসিং ! হীরাসিং প্রবেশ করিল তীরসিং এসেচে ডাক্তার। সব্যসাচী। এক গ্লাস জল হীরসিং— হীরসিং জল গড়াইয ডাক্তারের কাছে গেল,এক চুমুকে জল খাইয়। সব্যসাচী উঠিব৷ দাড়াইল। কিছুক্ষণ স্বমিত্রার দিকে স্থির হইয দাডাইয কহিল— সিঙ্গাপুর কি বল্পে শুনবে সুমিত্ৰা ? সুমিত্রা । বল। সব্যসাচী । সাংগইয়ের জ্যামেকা ক্লাব পুলিশে ঘেবাও করে, তনজন পুলিশ, আর আমাদের বিনোদ সেখানে মারা গেছে, দুই ভাই মহাতপ আর অযোধ্যা সিং ধরা পড়েচে, অযোধ্যা হংকংয়ে,দুৰ্গা আবে সুরেশ পেনাঙে পুলিশের জাল ছিড়ে পালাতে পারে নি, ওদের সবারই হয়ত ফণসী হবে । সুমিত্রা। ফণসী হবে। সব্যসাচী । ফালী হবে, খবরের পূরে অর্থ কি বোঝ সুমিত্র। সুমিত্র । বুঝি সব শেষ । সব্যসাচী । শেষ । সুমিত্রা। তবে । সব্যসাচী । শেষের খবরট এখনো তোমাকে বলিনি, ইউরোপের মহাযুদ্ধের জন্তে এ অঞ্চলের সব সৈন্ত সরিয়ে নেওয়া হচ্ছে।
পাতা:পথের দাবী নাটক.djvu/১৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।