এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
দ্বিতীয় দৃশু পথের দাবী సిరి সুমিত্রা। তবে ত সত্যি সত্যিই তোমার সব কাজ শেষ হয়ে গেল ডাক্তার। সব্যসাচী । না, না, সুমিত্রা, কাজ শেষ হলো না কাজ হলো সুরু । ইংরেজের ওই সৈনিকদেরকেই স্বাধীনতার সৈনিকে রূপান্তরিত করতে তবে, সেই-ই আমার এখনকার কাজ । হীরাসিং— ঈীরসিং । Yes গুরুজী ! সব্যসাচী । আজ রাতেই পাহাড় ডিঙ্গিয়েই আমরা চীনের দিকে চলে যাবো । ইরাসিং । বেডি গুরুঞ্জী । সব্যসাচী । চল ওখানে ফেরবাব পথে তলোয়ারকরের খবরটা নিয়ে যাই, সুমিত্র, শশি তোমাকে আর ভারতীকে দিন কয়েক লুকিয়ে রাখতে পারবে ? সুমিত্র। তার পর ? সব্যসাচী । চল, পথে যেতে যেতে ঠিক করা যাবে, হীরাসিং । হীরাসিং । আইয়ে গুরুঞ্জী— হীরাসিং অগ্রসর হইল, সব্যসাচী কুমিত্রীর হাত ধরিয৷ তাহার পিছু পিছু বাহির হইবা গেল