তৃতীয় দৃশ্য শশির বাড়ী শশি বেহাল বাজাইতেছিল, ভারতী ডাকিল-- ভারতী । কবি । শশি । বলুন। ভারতী। ডাক্তার আর সুমিত্রা কোন বিপদে পড়েননি ত । শশি । পড়া বিচিত্র নয় । ভারতী। যদি ধরা পড়েন ? শশি । ধরা দিতে না চাইলে ডাক্তারকে ধরবার শক্তি কেউ রাখেন : ভারতী। আর সুমিত্রাদি ? শশি । সুমিত্রার আগেকার ইতিহাস শোনেননি বুঝি ? ভারতী। না ত । শশি । আগে তার নাম ছিল রোজ, মা ইহুদী বাপ ব্রাহ্মণ, সুমাত্রায় র্তীকে প্রথম দেখেছিলেন বলেই ডাক্তার নাম দিলেন সুমিত্র, মা আর মেয়ে চোরাই আপিমের কারবার চালাতেন । ভারতী । একথা কখনো সত্য নয়। শশি । ওদের মিলনের রোমান্সটাই শুনুন আগে, জেটিতে একটা চোরাই আপিমের বাক্সের ওপর বসে আছেন রোজ, ডাক্তার সবে জাহাজ থেকে নেমে সেইখানে দাড়িয়েছেন । পুলিশ ধরে ফেল্প, বাক্সে রয়েচে চোরাই আপিম, রোজকে প্রশ্নের পর প্রশ্ন, রোজ বল্পে বাক্স কার সে জানে না, প্রশ্ন হলো তুমি ওর ওপর বসে আছ কেন? এমন সময় ডাক্তার পেছন থেকে এগিয়ে গিয়ে বল্লেন, আমার স্ত্রী অত্যন্ত ক্লান্ত হয়ে
পাতা:পথের দাবী নাটক.djvu/১৩৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।