পাতা:পথের দাবী নাটক.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२ পথের দাবী প্রথম অঙ্ক নিমাই। নাম ধাম লিখে রেখে হুে রমেন । শশি ও রমেনের প্রস্থান তার পর মহাপাত্র, টাকা পযস ত দিয়ে দিলে। এখন চলবে কি করে ? গিরিশ । আজ্ঞে, চলে যাবে কোনমতে । ভাই-ষেরাদার সব রয়েছে । ব্যায়লাট ত পাওয়া গেল ! নির্যাৎ কবে বলে দিচ্ছি বাবু, এ ব্যায়লা ও আর থালাস করতে পারবে না! নিমাই। তোমাব বাক্স-বিছানা তল্লাস হয়ে গেছে । দেখি তোমার ট্যাকে আর পকেটে কি আছে ? গিরিশ। দেখতে সাধ হয়েছে দেখুন। নিমাই। এটা কি ? গিরিশ। আজ্ঞে ওটা কম্পাস। মিস্তিরির কাজ করতুম কিনা। নিমাই। এটা দেখচি ফুট-বল । গিরিশ । মাপ জোকের কাজ করতে হয় । নিমাই। বুঝিচি ! বুঝিচি! বিড়ি দেশলাই ও গাজার কষ্কে বাহির করিয়া রাগিল এটা কি হে ! তুমি গাজা খাও ! গিরিশ । আজ্ঞে না । নিমাই। তবে এ বস্তুটি পকেটে কেন ? গিরিশ। আজ্ঞে, পথে কুড়িয়ে পেলাম। কার কাজে লাগতে পারে ভেবেপকেটে রথেচি । নিমাই । বটে !