নতুর্থ দৃশ্য পথের দাবী \SN9 অপূর্ব। দেখুন লাঠী চালাবাব কাজ আমার নয়। কিন্তু বিশ্বাস করুন ওপরের ওই সাহেব বৰ্ব্বরের মতো আমাদের যথেষ্ট লোকসান কবেচে । অথচ আমরা তার কোন ক্ষতি করিনি । ভাবতী । আমার বাবাব এই ব্যবহারের জন্য অামি সত্যিই লজ্জিত । অপূৰ্ব্ব । আপনাব বাবা । ভারতী ৷ ই্যা । অপূৰ্ব্ব । ওপবের ওই সাহেব ? ভারতী । আমি তারই মেঘে । অপূৰ্ব্ব । আমি ভেবেছিলুম আপনি বাঙালী । ভারতী । আমি আর আমার মা তাই বটে। অপূৰ্ব্ব । জাত, ধৰ্ম্ম, স্বদেশ, সৰ্ব্বস্ব খুইযেচেন । ভারতী। বিধৰ্ম্মীদের আপনি বুঝি খুবই ঘৃণা করেন ? অপূৰ্ব্ব । ওকথা থাক। আপনার বাবাকে বলবেন তিনি যেন কাল সকালে নিজে দেখা করে অীমাব সঙ্গে একটা বোঝা-পড়া করবার চেষ্টা করেন । ভারতী । বেশ, তাই বলল। কিন্তু তার আগে বাবার হয়ে আপনার কাছে আমিই ক্ষম। চাইছি । অপূৰ্ব্ব । ক্ষমা তাকেই চাইতে হবে। ভারতী । তিনিই চাইবেন । ভারতী উপরে উঠিয়া গেল অপূৰ্ব্ব নামিয়া কহিল অপূৰ্ব্ব । খামক খামক লোকের সঙ্গে ঝগড়া করিস ! যাকে যা ন। বলবার তাই বলিস তুই ! O
পাতা:পথের দাবী নাটক.djvu/৪৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।