श्रक्ष्म चि পথের দাবী 8 3 শশি। ভুল করলেন ভট্টচার্য, মশাই। পাগল বলে নিজেকে আমি কখনো প্রচার করতে চাইনি। তবে হ্যা, মাতাল বলে কিছু খ্যাতি অর্জন করিচি। কিন্তু আমার কথা ছাই চাপ দিন, নবতারার কথা বলুন। তার সঙ্গে দেখা হয়েচে ? রাইমোহন। আমার স্ত্রীর নাম ধরে ডাকবার অধিকার তোমাকে কে দিযেচে ? শশি । নবতারাই দিয়েচেন । রাইমোচন। এতদূর । শশি । এটুকু অধিকার পেতে বেশি দূর যেতে হয় না মশাই। রাইমোঙ্গন। শোন কবি । শশি । দাড়ান মশাই! বোতলট। আর ব্যায়লাটা সামলে নি । বোতল বেহাল রাখিয। এবারে বলুন কি বলতে চান। রাইমোহন। নবতারার সঙ্গে তুমি দেখা করতে পাববে না। শশি । আমার অবস্থা এমন সঙ্গীন হয়নি যে তার দেখা না পেলে হাট ফেল করে মারা যাব। রাইমোহন । দেখা করবে না, বল । শশি । এক সৰ্ত্তে । রাইমোহন। সর্ত টর্ত কিছু নেই। শশি । নিশ্চয় থাকবে । রাইমোহন । কী সৰ্ব । শশি । আপনি নবতারাকে ত্যাগ করবেন না, তাকে নিয়ে ঘৰ করবেন।
পাতা:পথের দাবী নাটক.djvu/৫২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।