পাতা:পথের দাবী নাটক.djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ર পথের দাবী প্রথম অঙ্ক স্বার সকলেই পলালে। শুধু বড়দাদাকে কেউ নড়াতে পারলে না। ডাকাতেব গুলিতে তিনি প্রাণ দিলেন । ভারতী। প্রাণ দিলেন ! o ডাক্তাব। ই । ঘণ্টা-চাবেক সজ্ঞানে বেঁচে ছিলেন। গ্রামগুদ্ধ জড় হয়ে হৈ চৈ করতে লাগল। কেউ ডাকাতদের, কেউ ম্যাজিষ্ট্রেটকে গাল দিতে লাগল। শুধু দাদা আমার চুপ কবে বইলেন। গ্রামেব ডাক্তাপ ব্যাণ্ডেজ বেঁধে দিতে এনে সব হাতটা সরিযে দিখে, দাদা বঃোন—থাক, আমি বঁাচতে চাই না । উঠিযা স্থির হহঁধা দাড়াইয়া আধার কহিল বড়দাদ আমাকে বড় ভালবাসতেন, আমার কান্না শুনে, তিনি একটি বার চোখ মেলে চাইলেন । তারপর আস্তে আস্তে ধর্মোণ, ছিঃ ! মেয়েদের মতো এই সব গক ভেড়া ছাগলের সঙ্গে গল মিলিয়ে তুই আর কাদিসনি শৈল । কিন্তু রাজত্ব করবাব লোভে যাবা সম" দেশের মধ্যে মানুষ বলতে আর একট প্রাণীও বাখেনি, তাদের তুই জীবনে কখনো ক্ষম। করিসনি, কখনো না । এই একটি বথা । এল বেশি আর একটি কথাও তিনি বলেন নি । ছাড়ার বগিল একটু চুপ করিয়া থাকিব আবার কহিল এই বাথা-ভলা ইতিহাসে মু?্যটাই আসল ট্রাজেডি নয় ভারতী, আসল ট্রাজেডি স্থচ্ছে, ওই মৃত্যুর ভিতব দিয়ে শুঙ্খলিত, পদানত, ভালভবাসীর যে উপায়বিহীন অক্ষমতা প্রকাশ পাচ্ছে তাই। আপন ভাইয়ের প্রাণ বঁাচাবার অধিকাবও তার নেই!